Mohun Bagan: ডার্বি মানেই যেন মোহনবাগান! এবার অনূর্ধ্ব-১৩ প্রতিযোগিতাতেও বাজিমাৎ

চলতি মরশুমে কলকাতা ডার্বিতে কার্যত, দাপট দেখিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। 

সে বড় হোক কি ছোট, আরও একটি ডার্বি জিতল মোহনবাগান (Mohun Bagan)। ছোটদের ডার্বিতে ইস্টবেঙ্গলকে (East Bengal) ১-০ গোলে হারিয়ে দিয়েছে তারা।

চলতি মরশুমে কলকাতা ডার্বিতে কার্যত, দাপট দেখিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। সিনিয়র এবং জুনিয়রদের ডার্বি মিলিয়ে মোট ১১টি ম্যাচের মধ্যে ৮টিতেই জিতেছে মোহনবাগান।

Latest Videos

রবিবার, অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগ শুরু হয়েছে। সেই প্রতিযোগিতার প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাঠে সাগ্নিক কুন্ডুর গোলে এদন জয় পায় মোহনবাগান। ম্যাচের ৮ মিনিটে, গোল করে ছোট্ট সাগ্নিক। কিন্তু গোটা ম্যাচে সেই গোল আর শোধ করতে পারেনি ইস্টবেঙ্গল।

আর এই ম্যাচ জয়ের ফলে, লিগেও পয়েন্ট তালিকার শীর্ষে বাগান।

শনিবার, অনূর্ধ্ব-১৫ লিগে ৪-২ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছে মোহনবাগান। কল্যাণী স্টেডিয়ামে সেই ম্যাচে বাগানের হয়ে হ্যাটট্রিক করে রাজদীপ পাল। অপর গোলটি আবার করেন রোহিত বর্মন। এই দলে যথেষ্ট সংখ্যায় অনূর্ধ্ব-১৫ ফুটবলার না থাকায় অনূর্ধ্ব-১৩ দলের ৭ জন ফুটবলারকে রেখেছিল বাগান শিবির।

তবে ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল করেন রোমিত দাস এবং শিশির সরকার। চলতি মরশুমে মোট ১১টি ডার্বির মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। আর দুটি ডার্বি ড্র হয়েছে।

তবে বাকি ৮টি ম্যাচই জিতে নিয়েছে মোহনবাগান। সুতরাং, পরিসংখ্যানই বলে দিচ্ছে যে, কলকাতা ডার্বিতে কী পরিমাণ দাপট দেখাচ্ছে পাল পালতোলা নৌকা। অন্যদিকে, চলতি মরশুমের আইএসএলে দুটি ডার্বিতেই জয় পেয়েছে মোহনবাগান। শুধু তাই নয়, আইএসএল লিগ-শিল্ড জয়ের পথেও অনেকটাই এগিয়ে রয়েছে তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

সন্দেশখালিতে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল, শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Nadia News: আপনজনই বিশ্বাসঘাতক? নাবালিকাকে প্রলোভনে ফাঁসিয়ে নিয়ে গেল পরিচিতরাই, চাঞ্চল্য শান্তিপুরে
মালদার মোথাবাড়িতে বাংলাদেশের ছায়া? সুকান্তকে সামনে পেয়ে কি বললেন বাসিন্দারা? | Sukanta Majumdar
Sukanta Majumdar: মালদা মোথাবাড়িতে গিয়ে পুলিশি বাঁধার মুখে পরে এ কী বলছেন সুকান্ত মজুমদার? দেখুন
'মোথাবাড়ি দেখার পর কোনও হিন্দু ওদের ভোট দেবে না' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari