মহামেডানকে গোলের মালা! ১১-০ গোলে জিতল মোহনবাগানের ছোটরা, মিনি ডার্বিতে বাজিমাৎ

বড় জয় মোহনবাগানের ছোটদের। 

মোহনবাগানের (Mohun Bagan) ছোটরাও যেন কম যায়না। মহামেডানকে গোলের বন্যায় ভাসিয়ে দিল সবুজ মেরুনের খুদেরা।

ম্যাচের ফলাফল শুনলে চমকে উঠতে পারেন আপনিও। স্কোরলাইন ১১-০। এআইএফএফ অনূর্ধ্ব-১৩ (AIFF U-13) পর্যায়ের সাব-জুনিয়র ফুটবল লিগে রীতিমতো দাপটের সঙ্গে খেলল মোহনবাগান। খেলায় গোল করেছেন মোট ৯ জন। গত ম্যাচে ইস্টবেঙ্গলকে হারানোর পর এবার মিনি ডার্বিতেও জয় পেল তারা।

Latest Videos

বাঁশবেড়িয়ার কিশোর সংঘের মাঠে যেন ফুল ফোটাতে শুরু করে মোহনবাগান। গোল করা শুরু হয় ম্যাচের ৩ মিনিট থেকেই। গোলটি করেন নীরব রায়। এরপর ৯ মিনিটে, ফের গোল আসে তাঁর পা থেকে। প্রথম আধ ঘণ্টার মধ্যেই ৬-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। রাজ মুদির ২টি গোল ছাড়াও মহামেডানের (Mohammedan Sporting) জালে বল জড়িয়ে দেন কার্তিক হেমব্রম এবং সিদু সোরেন।

অন্যদিকে, খেলার ৩৫ থেকে ৪৪ মিনিটের মধ্যে আরও তিনটি গোল এসেছে। এবার গোল করে সাগ্নিক কুণ্ডু, সৈয়দ বাশির আনোয়ার এবং অনুব্রত দাস বাউল। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের হয়ে গোল করেন অর্চিষ্মান দাস এবং জিয়ন হাঁসদা। সবমিলিয়ে, মোহনবাগান এই ম্যাচে জয় পায় ১১-০ গোলের ব্যবধানে।

এই জয়ের জেরে দুই ম্যাচে মোহনবাগানের পয়েন্ট হল ৬। এদিকে গোল পার্থক্য ১২। শুধু তাই নয়, লিগ শীর্ষেও রয়েছে তারা। গত ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সাগ্নিক কুণ্ডুর গোলে জেতে মোহনবাগান। ওদিকে আবার অন্য ম্যাচে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমির সঙ্গে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছে।

সুতরাং, মোহনবাগানকে কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। 

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'আপনাদের সঙ্গে গোটা সরকার আছে...' বিরাট ভরসা দিলেন মমতা! দেখুন | Mamata Banerjee Eid 2025
Narendra Modi: মায়ানমার ভূমিকম্পে প্রথম সাহায্য ভারতের! মোদীর ‘অপারেশন ব্রহ্মা’ নিয়ে বিশ্বে হইচই
‘মমতা নিজেই লন্ডন সফর লণ্ডভণ্ড করে এসেছেন!’ মমতাকে আক্রমণ করে কী বললেন অধীর রঞ্জন চৌধুরী
Naxalbari News: কাজ করেও পয়সা নেই! বাগান কর্তৃপক্ষের টালবাহানায় ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা
'মহরমে ওরা অস্ত্র নিয়ে বেরোয়, আমরা রামনবমীতে নিলেই দোষ!' বিস্ফোরক দিলীপ | Dilip Ghosh Latest News