Mohun Bagan vs East Bengal: কলকাতা লিগের ডার্বিতে মহিলাদের জন্য গোলাপি টিকিট, ম্যাচ পরিচালনায় ভিনরাজ্যের রেফারি?

Published : Jul 25, 2025, 04:18 PM IST
Mohun Bagan vs East Bengal

সংক্ষিপ্ত

Mohun Bagan vs East Bengal: উত্তেজনার পারদ চড়ছে ক্রমশই। কারণ, শনিবাসরীয় বিকেলে লিগের ডার্বি। 

Mohun Bagan vs East Bengal: কলকাতা ফুটবল লিগ ২০২৫-এর ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে ২৬ জুলাই, শনিবার বিকেলে (mohun bagan vs east bengal)। কল্যাণী স্টেডিয়ামে, মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। কলকাতা লিগের বড় ম্যাচ শুরু বিকেল ৫.৩০ মিনিটে (kolkata derby 2025)। 

তবে এবারের ডার্বি ম্যাচে মহিলা দর্শকদের আকর্ষিত করতে এক অভিনব উদ্যোগ নিল আইএফএ। শনিবার, বড় ম্যাচের টিকিটে বিশেষ ছাড় পাচ্ছেন ফুটবলপ্রেমী মহিলারা। বিষয়টা ঠিক কীরকম?

ডার্বির টিকিটে চমক

বড় ম্যাচের টিকিটের দাম হল ১৫০ টাকা। তবে মহিলাদের জন্য বিশেষ এক ধরনের গোলাপি টিকিটের ব্যবস্থা করেছে আইএফএ। যার দাম ধার্য করা হয়েছে ১০০ টাকা,  অর্থাৎ ৫০ টাকা কম। আসলে মহিলা সমর্থকরা যাতে আরও বেশি করে মাঠে আসেন এবং ফুটবল দেখেন, তাই এই অভিনব উদ্যোগ নিল বঙ্গ ফুটবলের এই নিয়ামক সংস্থা। আইএফএ-র তরফ থেকে জানানো হয়েছে, ডার্বি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আইএফএ-কে মহিলা দর্শকদের মাঠে আনার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দেন। 

এর ফলে, অবাঞ্ছিত হিংসার সম্ভাবনা অনেকটা কমে যেতে পারে বলে তাঁর মত। এবার সেই পরামর্শের কথা মাথায় রেখেই, মহিলাদের জন্য টিকিটের দাম কমানো হয়েছে অনেকটাই। মোট ১০,০০০ দর্শক মাঠে বসে দেখতে পাবেন কলকাতা লিগের ডার্বি। তার মধ্যে ১০০০ করে টিকিট পেয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। বাকি ৮,০০০ টিকিটের মধ্যে কিছু টিকিট আইএফএ অফিস বেয়ারার এবং ক্লাবগুলির জন্য রেখে, বাকি টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। 

ডার্বি ম্যাচ কে পরিচালনা করবেন? 

এবার কলকাতা লিগের ডার্বি পরিচালনা করবেন ভিনরাজ্যের রেফারি। তবে রেফারিং দলের বাকি তিন সদস্য, অর্থাৎ দুজন লাইন্সম্যান এবং চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় অফিশিয়ালরাই।

তার মানে, ডার্বিকে ঘিরে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আইএফএ। একটি হল, মহিলাদের জন্য বিশেষ ছাড় দিয়ে গোলাপি টিকিট এবং অন্যটি হল ভিনরাজ্যের রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল