মোহনবাগান বনাম রেলওয়ে ম্যাচ আগামী ২৫ অগাস্ট, একইদিনে মহামেডানের খেলা স্থগিত

কলকাতা লিগে (Calcutta Football League) স্থগিত করে দেওয়া হয়েছিল মোহনবাগানের ম্যাচ। ডুরান্ড কাপে (Durand Cup) সিনিয়র দলের খেলা প্রায় একই সময়ে পড়ে যাওয়াতে, শুক্রবার, এই ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইএফএ (IFA)।

কলকাতা লিগে (Calcutta Football League) স্থগিত করে দেওয়া হয়েছিল মোহনবাগানের ম্যাচ। ডুরান্ড কাপে (Durand Cup) সিনিয়র দলের খেলা প্রায় একই সময়ে পড়ে যাওয়াতে, শুক্রবার, এই ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইএফএ (IFA)।

এবার সেই ম্যাচের পরিবর্তিত তারিখ ঘোষণা করে দিল আইএফএ। উল্লেখ্য, একই দিনে সূচিতে থাকা মহমেডানের ম্যাচও স্থগিত করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, নিজেদের মাঠে রেলওয়ে এফসির বিরুদ্ধে শুক্রবার, মাঠে নামার কথা ছিল মোহনবাগানের।

Latest Videos

সেই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে, খেলা হবে আগামী ২৫ অগাস্ট। ম্যাচের ভ্যেনু এবং সময়ের কোনও বদল হয়নি। তবে সেই একই দিনে নিজেদের মাঠে মেসারার্স ক্লাবের মুখোমুখি হওয়ার কথা ছিল মহমেডানের। কিন্তু সেই ম্যাচটি হবে না।

আইএফএ জানিয়েছে, স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, লিগ পর্ব প্রায় শেষের দিকে পৌঁছে গেছে। এই অবস্থায় যে দলগুলি পয়েন্ট তালিকার উপরের দিকে রয়েছে বা সুপার সিক্সে ওঠার দৌড়ে এগিয়ে আছে, তাদের ম্যাচগুলি একইদিনে একই সময়ে রাখা হবে বলে জানিয়েছে আইএফএ। কোনও দল যাতে অন্যায্য সুবিধা না পায়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গ্রুপ বি-তে এইমুহূর্তে সপ্তম স্থানে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)। মোট ৯টি ম্যাচ খেলে তাদের ১৩ পয়েন্ট। নিঃসন্দেহে সুপার সিক্সে ওঠা বেশ কঠিন একটা বিষয়। তবে মোহনবাগানের সঙ্গে মহমেডানের (Mohammedan Sporting Club) ম্যাচ বাতিলের কোনও সম্পর্ক নেই। কারণ, তারা রয়েছে আলাদা গ্রুপে। গ্রুপ এ-তে তৃতীয় স্থানে থাকা মহমেডানের ১০ ম্যাচ খেলে মোট ১৮ পয়েন্ট।

আর এদিকে আগামী ২৫ অগাস্ট মোহনবাগান বনাম রেলওয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে। পিছিয়ে যাওয়া ম্যাচের দিন চূড়ান্ত করে দিল আইএফএ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

কল্পতরু উৎসবে Dakshineswar-এ উপচে পড়া শরণার্থীদের ভিড়! জোরালো হয়েছে পুলিশি নিরাপত্তা
বর্ষপূর্তির রাতেই ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা! থমথমে গোটা Chinsurah | Hooghly News Today
কৃষ্ণনগর আদালতের উকিলকে লক্ষ্য করে গুলি, কিন্তু কেন ঘটল এই ঘটনা? দেখুন কী বলছেন ওই আইনজীবী
সামান্য একটা বচসার জন্য এইরকম পরিণতি কেউ ভাবতেই পারেনি! শোকের ছায়া গোটা এলাকায় | Hooghly News Today
'সন্দেশখালির ঘটনায় কমিশন হবে, মমতাকে জেলে ঢোকাবে BJP' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari