জাতীয় দলে ডাক পেলেন, জর্ডনে ফিরছেন ইস্টবেঙ্গলের রক্ষণের ভরসা হিজাজি মাহের

Published : Aug 24, 2024, 12:42 AM ISTUpdated : Aug 24, 2024, 12:56 AM IST
Hijazi Maher

সংক্ষিপ্ত

চলতি মরসুমে জর্ডনের ডিফেন্ডার হিজাজি মাহেরের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছে ইস্টবেঙ্গল। কিন্তু তাতে দলের রক্ষণের সমস্যা মেটেনি। এখনও পর্যন্ত সব ম্যাচেই গোল হজম করেছে লাল-হলুদ ব্রিগেড।

জর্ডনের জাতীয় দলের হয়ে খেলার জন্য ডাক পেলেন ইস্টবেঙ্গলের সেন্ট্রাল ডিফেন্ডার হিজাজি মাহের। তিনি জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য দেশে ফিরছেন। আগামী মঙ্গলবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে জর্ডন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রস্তুতির জন্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই ম্যাচকে গুরুত্ব দিচ্ছে জর্ডন। আগামী মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েত ও প্যালেস্টাইনের মুখোমুখি হচ্ছেন হিজাজিরা। তার আগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচের মাধ্যমে দলের শক্তি ও দুর্বলতা দেখে নিতে চাইছে জর্ডন শিবির। এই কারণেই প্রীতি ম্যাচকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে খেলার সুযোগ পেতে পারেন হিজাজি।

আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা কাজে লাগাবেন হিজাজি?

অক্টোবরে এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। তার আগে হিজাজি যদি উত্তর কোরিয়ার বিরুদ্ধে খেলার সুযোগ পান, তাহলে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইস্টবেঙ্গলের হয়ে আরও ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করবেন। চলতি মরসুমে এখনও পর্যন্ত সব ম্যাচেই গোল হজম করেছে ইস্টবেঙ্গল। গত মরসুমের আইএসএল-এ হিজাজি যে পারফরম্যান্স দেখিয়েছিলেন, এবার সেই পারফরম্যান্স দেখাতে পারছেন না। ফলে ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ তাঁকে নিয়ে বিরক্ত। তবে হিজাজি জর্ডনের জাতীয় দলে ডাক পাওয়ায় ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি।

কার্যকর হবে হিজাজি-হেক্টর জুটি?

গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলা স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার হেক্টর ইয়ুস্তে এবার ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন। তাঁর সঙ্গে হিজাজির জুটি জমে উঠবে বলে আশায় ইস্টবেঙ্গল সমর্থকরা। তবে এখনও একসঙ্গে খেলেননি হিজাজি ও হেক্টর। আইএসএল ও এএফসি চ্যালেঞ্জ লিগে হয়তো একসঙ্গে খেলতে পারেন হিজাজি ও হেক্টর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ডুরান্ড কাপের ব্যর্থতা অতীত, আইএসএল, এএফসি চ্যালেঞ্জ লিগের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল

এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গলের গ্রুপে প্রতিপক্ষ কোন দলগুলি? জেনে নিন

ফের রক্ষণের গাফিলতি, লাজংয়ের কাছে হেরে ডুরান্ড কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?