Mohun Bagan: ডার্বি মানেই যেন সবুজ মেরুন, এবার ছোটদের বড় ম্যাচেও জয় মোহনবাগানের

Published : Mar 04, 2025, 08:07 PM IST
Mohun Bagan

সংক্ষিপ্ত

আবার জয় মোহনবাগানের। 

ছোট হোক কী বড়! ডার্বি মানেই মোহনবাগানের (Mohun Bagan) দাপট।

কলকাতা ডার্বিতে রীতিমতো দাপট দেখাচ্ছে মোহনবাগান। এবার আরও একটি বড় ম্যাচ জিতে নিল তারা। এআইএফএফ অনূর্ধ্ব-১৫ জুনিয়র লিগে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে পরাজিত করল সবুজ মেরুন ব্রিগেড। এই নিয়ে চলতি মরশুমে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে কলকাতার দুই প্রধান। আর তার মধ্যে ১০ বারই জিতেছে মোহনবাগান।

মঙ্গলবার, বাঁশবেড়িয়া কিশোর সংঘের মাঠে মুখোমুখি হয় মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। প্রথমার্ধে অবশ্য দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। কিন্তু গোল কিছুতেই আসছিল না। তবে প্রথমার্ধের বিরতির ঠিক আগে মোহনবাগানকে এগিয়ে দেন রোহিত বর্মন। আর বিরতির পর খেলার ৫৬ মিনিটে, দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন সেই রোহিত।

২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও লড়াই করার চেষ্টা করে লাল হলুদ ব্রিগেড। আর তার ফল হাতেনাতে পায় লাল হলুদ ব্রিগেড। তবে ম্যাচের ৬৪ মিনিটের মাথায় গোল শোধ করে ইস্টবেঙ্গল। স্কোরার শিশির সরকার। কিন্তু থমক যায়নি মোহনবাগান। খেলার ৮৮ মিনিটে, ফের গোল। আকাশ শেখের গোলে জয় নিশ্চিত করে সবুজ মেরুন ব্রিগেড।

অন্যদিকে, এই জয়ের সুবাদে গ্রুপ এ-তে অপরাজিত থাকল তারা। মোট ৯টি ম্যাচ খেলে সবগুলিটেই জয় পেয়েছে তারা। আপাতত ২৭ পয়েন্ট নিয়ে সকলের উপরে রয়েছে তারা। এদিকে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির থেকে ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। ওদিকে মঙ্গলবার, আরও একটি ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। রিলায়্যান্স ফাউন্ডেশনের যুব লিগে ২-০ গোলে তারা হারিয়ে দিয়েছে সুদেভা দিল্লি এফসিকে। গোল করেন পাসাং এবং উমের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?