Muthoot Sports Borussia Dortmund: ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে যুক্ত হল মুথুট গ্রুপ

Published : Jun 06, 2025, 02:48 PM IST
muthoot sports borussia dortmund

সংক্ষিপ্ত

Muthoot Sports Borussia Dortmund: কেরালাতে অবস্থিত মুথুট ফুটবল অ্যাকাডেমি এবার যুব ফুটবলার তুলে আনার লক্ষ্যে তথা দেশের ফুটবলের মানোন্নয়নের স্বার্থে কার্যত, একটি নতুন দিগন্তর উন্মোচন করেছে।

Muthoot Sports Borussia Dortmund: ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে এবার এগিয়ে এল মুথুট স্পোর্টস। কেরালাতে অবস্থিত মুথুট ফুটবল অ্যাকাডেমি এবার যুব ফুটবলার তুলে আনার লক্ষ্যে তথা দেশের ফুটবলের মানোন্নয়নের স্বার্থে কার্যত, একটি নতুন দিগন্তর উন্মোচন করেছে। 

কারণ, তাদের মূল সংস্থা, মুথুট পাপ্পাচান গ্রুপ (এমপিজি) বিশ্ব ফুটবল মানচিত্রের অন্যতম সেরা প্রতিযোগিতা বুন্দেশলিগার বিখ্যাত ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে একটি পার্টনারশিপ চুক্তি সই করেছে। বলা চলে, ইউরোপের অন্যতম সেরা যুব অ্যাকাডেমি রয়েছে ডর্টমুন্ডের। যেখান থেকে উঠে এসেছেন মারিও গটজে, এরলিং হাল্যান্ড এবং জুড বেলিংহামের মতো তারকারা। এবার সেই ক্লাবের সঙ্গেই চুক্তি সেরে নিল মুথুট স্পোর্টস।

কেরালাতে তাদের একটি নিজস্ব ফুটবল অ্যাকাডেমি রয়েছে

যেটির নাম মুথুট ফুটবল অ্যাকাডেমি। আগামী দিনের ফুটবলার তৈরির লক্ষ্যে দেশের তরুণ প্রতিভাদের নিয়ে কাজ করছে তারা। এবার সেই সমস্ত তরুণদের আরও ভালো করে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই বুন্দেশলিগার বিখ্যাত ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে একটি পার্টনারশিপ ডিল সম্পন্ন করল মুথুট স্পোর্টস। 

এই প্রসঙ্গে বরুসিয়া ডর্টমুন্ড অ্যাকাডেমির ম্যানেজিং ডিরেক্টর ক্রিশ্চিয়ান ডিয়ের্কস ঠিক কী জানিয়েছেন? 

তাঁর কথায়, “আমি ভারতের বেশ কয়েকটি জায়গায় গেছি এবং একাধিক আইএসএল ক্লাবের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। মুথুটের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আমার মনে হয়, একজন খেলোয়াড়কে পেশাদার হয়ে ওঠার জন্য তথা ফুটবলের আঙ্গিক থেকে জীবিকা নির্বাহ এবং একদিন ইউরোপে স্থানান্তরিত হওয়ার থেকেও সামগ্রিক দৃষ্টিভঙ্গি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসল কথা ফুটবলের উন্নতি।"

উল্লেখ্য, মুথুট বিগত কয়েক বছরে বয়সভিত্তিক টুর্নামেন্ট এবং রাজ্য ফুটবলে বেশ ভালো সাফল্য অর্জন করেছেন। এই বছর কেরালা প্রিমিয়ার লিগও তারা জিতেছে এবং গত বছর রিল্যায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে (U19) তাদের দল তৃতীয় স্থান অর্জন করেছে।

মুথুট পাপ্পাচান গ্রুপের স্পোর্টস ডিরেক্টর হান্না মুথুট কী বললেন?

তাঁর মতে, “প্রথম ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত কেরালাতে আমাদের ফুটবলারদের মূল্যায়ন করা হবে এবং তা একেবারে তৃণমূল থেকে শুরু করে উপরের দিক পর্যন্ত। এরপর কোচরা ডর্টমুন্ডের অ্যাকাডেমিতে যাবেন এবং সেখান থেকে তারপর ফের কেরালাতে ফিরবেন। তারপর ফুটবলাররা ডর্টমুন্ডে যাবেন এবং একইভাবে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসবেন।”

 আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?