নরেন্দ্র মোদীর জন্মদিন: ভারত সফরের আগে স্বাক্ষরিত জার্সি উপহার দিলেন লিওনেল মেসি

Published : Sep 18, 2025, 06:34 PM ISTUpdated : Sep 18, 2025, 06:45 PM IST
Lionel Messi PM Modi

সংক্ষিপ্ত

Narendra Modi Birthday: বুধবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তিনি ৭৫ বছর পূর্ণ করেছেন। সারা বিশ্বের বহু মানুষ ভারতের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের মধ্যে আছেন লিওনেল মেসি (Lionel Messi)।

DID YOU KNOW ?
কেরলে ম্যাচ খেলবেন মেসি
নভেম্বরে কেরলে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আসছে আর্জেন্টিনা জাতীয় দল। এই দলে থাকবেন লিওনেল মেসি।

Lionel Messi-Narendra Modi: ভারত সফরে আসার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য উপহার হিসেবে স্বাক্ষরিত জার্সি পাঠালেন লিওনেল মেসি। ২০২২ সালে যে জার্সি পরে আর্জেন্টিনাকে (Argentina) বিশ্বকাপ (2022 FIFA World Cup) জিতিয়েছিলেন, সেই জার্সিই প্রধানমন্ত্রীর জন্য পাঠিয়েছেন মেসি। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত মেসির কাছ থেকে প্রধানমন্ত্রীর জন্য জার্সি আনার ব্যবস্থা করেছেন। তাঁর উদ্যোগেই ভারত সফরে (GOAT Tour of India 2025) আসছেন মেসি। এ বিষয়ে শতদ্রু জানিয়েছেন, ‘আমি যখন ভারত সফরের বিষয়ে এ বছরের ফেব্রুয়ারিতে মেসির সঙ্গে দেখা করি, তখন আমি ওকে বলেছিলাম, প্রধানমন্ত্রীর ৭৫-তম জন্মদিন আসছে। তখন ও বলে, ও প্রধানমন্ত্রীর জন্য স্বাক্ষরিত জার্সি পাঠাবে। দু-তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে এই জার্সি পাঠিয়ে দেওয়া হবে।’

১৪ বছর পর কলকাতায় মেসি

২০১১ সালের সেপ্টেম্বরে প্রথমবার কলকাতায় এসেছিলেন মেসি। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার (Venezuela) বিরুদ্ধে ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ১৪ বছর পর ফের এই শহরে আসছেন মেসি। তাঁর ভারত সফর শুরু হচ্ছে ১৩ ডিসেম্বর। কলকাতার পাশাপাশি মুম্বই (Mumbai), নয়াদিল্লিতেও (New Delhi) যাবেন মেসি। ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন মেসি। তাঁর এই সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছেন শতদ্রু। কলকাতার ফুটবলপ্রেমীরাও দীর্ঘদিন পর ফের মেসিকে কাছ থেকে দেখার সুযোগ পাবেন বলে উচ্ছ্বসিত।

কেরলে খেলতে আসছেন মেসি

ডিসেম্বরে ভারত সফরের আগে নভেম্বরেই ম্যাচ খেলতে এদেশে আসছেন মেসি। তিনি জাতীয় দলের হয়ে ফিফা ফ্রেন্ডলি (2025 Men's International Friendly) ম্যাচ খেলতে কেরলে (Kerala) আসবেন। কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান (V. Abdurahiman) জানিয়েছেন, ম্যাচ খেলতে আসবে আর্জেন্টিনার জাতীয় দল। বিশ্বকাপজয়ী প্রধান কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni), মেসি-সহ আর্জেন্টিনার অনেক তারকাই কেরলে আসবেন। তবে প্রধান আকর্ষণ অবশ্যই মেসি। তাঁর এই সফর ঘিরে কেরলের ক্রীড়াপ্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
২০১১ সালের পর ফের ভারত সফরে আসছেন লিওনেল মেসি।
২০১১ সালে প্রথমবার কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। ১৪ বছর পর তিনি ফের কলকাতায় আসছেন।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?