ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে চোট, লিওনেল মেসিকে নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা
Lionel Messi injury: ক্লাবের হয়ে খেলতে নেমে চোট পেলেন লিওনেল মেসি। লিগস কাপে (Leagues Cup 2025) ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে নেসাক্সার (Necaxa) বিরুদ্ধে খেলতে নেমে ম্যাচের শুরুতেই চোট পেয়ে বেরিয়ে যেতে হল মেসিকে।

ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের ম্যাচ খেলতে নেমে চোট পেলেন লিওনেল মেসি
লিওনেল মেসির চোট
লিগ কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলতে নেমে চোট পেলেন ইন্টার মায়ামির মহাতারকা লিওনেল মেসি। রবিবার ফ্লোরিডার ফোর্ট লডারডেলে চেজ স্টেডিয়ামে নেসাক্সার বিরুদ্ধে খেলতে নেমে চোট পান মেসি। ম্যাচের শুরুতেই চোট পাওয়ায় তাঁকে মাঠ ছাড়তে হয়। এই চোট গুরুতর কি না এখনই বোঝা যাচ্ছে না। তবে মেসির চোট নিয়ে তাঁর অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন।
KNOW
নেসাক্সার বিরুদ্ধে ম্যাচের ৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিকে
ম্যাচের শুরুতেই চোট লিওনেল মেসির
নেসাক্সার বিরুদ্ধে এই ম্যাচের অষ্টম মিনিটে টাচলাইনের ধারে মাঠে পড়ে যান লিওনেল মেসি। ইন্টার মায়ামি দলের চিকিৎসক, ফিজিও ছুটে যান। তিন মিনিট ধরে মেসির শুশ্রুষা চলে। কিন্তু তারপরেও এই তারকার পক্ষে আর খেলা সম্ভব হয়নি। তাঁকে তুলে নেওয়া হয়। মেসির পরিবর্তে মাঠে নামেন ফেডেরিকো রেডোন্ডো।
কতদিন মাঠের বাইরে থাকতে হবে ইন্টার মায়ামির মহাতারকা লিওনেল মেসিকে?
লিওনেল মেসির চোট পরীক্ষা করা হবে
লিওনেল মেসির চোট সত্যিই গুরুতর কি না, তা পরীক্ষা করে দেখা হবে। বল নিয়ে নেসাক্সার বক্সে ঢুকে পড়া চেষ্টা করতে গিয়ে বিপক্ষের খেলোয়াড়দের ধাক্কায় পড়ে যান মেসি। এরপরেই হতাশায় শূন্যে ঘুঁষি ছোড়েন তিনি। তারপর মাঝমাঠের দিকে এগিয়ে গিয়ে মাটিতে শুয়ে পড়েন মেসি। এরপর আর তাঁর পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় সতীর্থ সের্জিও বুস্কেটসের হাতে অধিনায়কের ব্যান্ড পরিয়ে দেন লিওনেল মেসি
হতাশায় মাঠ ছাড়লেন লিওনেল মেসি
ইন্টার মায়ামির হয়ে এই ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়তে হওয়ায় হতাশ হয়ে পড়েন লিওনেল মেসি। তিনি সতীর্থ সের্জিও বুস্কেটসের হাতে অধিনায়কের ব্যান্ড পরিয়ে দিয়ে মাঠ ছাড়েন। তারপর কোনওদিকে না তাকিয়ে সোজা ড্রেসিংরুমে ফিরে যান ইন্টার মায়ামির অধিনায়ক। তাঁকে মাঠ ছাড়তে দেখে হতাশ হয়ে পড়েন দর্শকরা।
লিওনেল মেসি ম্যাচের শুরুতেই মাঠ ছাড়লেও, তাঁর দল টাইব্রেকারে ম্যাচ জিতে নিল
লিওনেল মেসিকে ছাড়াই জয় ইন্টার মায়ামির
নেসাক্সার বিরুদ্ধে এই ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই জয় পেল ইন্টার মায়ামি। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ২-২। তারপর টাইব্রেকারে জয় পায় ইন্টার মায়ামি। তবে এই ম্যাচে জয় পেলেও, পরের ম্যাচে অধিনায়ককে পাওয়া যাবে কি না, সে বিষয়ে ইন্টার মায়ামি শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে।
আগামী বছরের বিশ্বকাপের আগে লিওনেল মেসির চোট নিয়ে আর্জেন্টিনা শিবিরেও উদ্বেগ
বিশ্বকাপের প্রস্তুতিতে লিওনেল মেসি
আগামী বছর চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে খেলতে নামবে আর্জেন্টিনা। ফের দেশকে বিশ্বসেরা করে তোলার চেষ্টা করবেন লিওনেল মেসি। এই পরিস্থিতিতে তাঁর চোটের বিষয়ে খোঁজ নিচ্ছে আর্জেন্টিনা শিবির। ইন্টার মায়ামি দলও উদ্বিগ্ন। চলতি মরসুমে ক্লাবের হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে ২৪ গোল করেছেন মেসি। তিনি সতীর্থদের দিয়ে ১০ গোল করিয়েছেন। তিনিই দলের হয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।

