
Pahalgam Attack-Football Industry: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে হত্যালীলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা (terrorist)। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে একাধিক পর্যটককে। রীতিমতো হাড়হিম করা ঘটনা। সেই ঘটনার নিন্দা জানাল দেশের ফুটবলমহলও (pahalgam attack news today)।
গোটা দেশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। পাল্টা জবাব কবে দেওয়া হবে? সেই প্রশ্নই ঘুরছে লোকের মুখে মুখে। ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে অন্তত ৪২টি জঙ্গি ঘাঁটির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। আর সেইসব এলাকা লক্ষ্য করে ইতিমধ্যেই সেনা হামলা চলছে বলে খবর। অন্যদিকে, পহেলগাঁওতে হামলার জেরে আপাতত ১৫০০ জনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে প্রত্যেকেই অতীতে নানাভাবে জঙ্গি সংগঠন বা হামলার সঙ্গে যুক্ত ছিল বলে সূত্রের খবর ((pahalgam attack update)।
এবার সেই জঘন্য ঘটনার নিন্দা জানাল দেশের ফুটবলমহল। বুধবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, “অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) পহেলগাঁওতে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলায় নিহত নাগরিকদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।"
ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, “পুরো ভারতীয় ফুটবল ভ্রাতৃত্বের পক্ষে। আমরা পহেলগাঁওতে জঘন্য সন্ত্রাসবাদী হামলায় নিহত নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।"
ফেডারেশনের কথায়, “এই হৃদয়বিদারক সময়ে, ক্ষতিগ্রস্থদের পরিবারের সঙ্গে রয়েছি আমরা । ফুটবল সর্বদা এমন একটি শক্তি, যা আমাদের একত্রিত করে, অনুপ্রেরণা দেয় এবং অপচেষ্টার নিরাময় করে। আমরা আশা করি, একসঙ্গে আমরা এই ঘৃণার বীজ উপড়ে ফেলতে পারব।"
অন্যদিকে, বুধবার সুপার কাপে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি বনাম ইন্টার কাশীর মধ্যে ম্যাচ শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়। উভয় দলের ফুটবলাররাই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।
এদিকে আইএসএল-এর তরফ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়। তারা সেখানে লেখে, “এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। এই জঘন্য সন্ত্রাসবাদী হামলায় নিহত নাগরিকদের পরিবারের প্রতি সমবেদনা রইল আমাদের।"
সেইসঙ্গে, মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান সহ দেশের একাধিক ফুটবল ক্লাব এবং ফুটবলারদের তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।