Palmeiras vs Chelsea: ছন্দে আছে চেলসি! ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পাকা, প্রতিপক্ষ কে?

Published : Jul 05, 2025, 11:55 PM ISTUpdated : Jul 06, 2025, 01:32 AM IST
palmeiras vs chelsea

সংক্ষিপ্ত

Palmeiras vs Chelsea: দুরন্ত ছন্দে চেলসি। ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ডের এই ক্লাব।  

Palmeiras vs Chelsea: ব্রাজিলের ক্লাবকে হারিয়ে জয় চেলসির। ঠিক গত ২০২২ সালে, ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে পরাজিত হয়েছিল পামেইরাস। তবে তাদেরকে এবার কোয়ার্টার ফাইনালেই হারিয়ে দিল চেলসি। 

চেলসির কাছে ২-১ ব্যবধানে পরাজিত হল পামেইরাস। সেইসঙ্গে, সেমিফাইনালে পৌঁছে গেল চেলসি। অন্যদিকে, আল হিলালকে ২-১ গোলে হারিয়ে সেমিতে ব্রাজিলের আরেক ক্লাব ফ্লুমিনেন্স। ফলে, সেমিফাইনালে মুখোমুখি চেলসি বনাম ফ্লুমিনেন্স। 

যদিও লিওনেল মেসির ইন্টার মায়ামিকে টপকে গ্রুপ সেরা হয়েছিল ব্রাজিলের পামেইরাস। কিন্তু এবার তারাই আটকে গেল কোয়ার্টার ফাইনাল ম্যাচে। ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করলেও তাল কাটল এই ম্যাচে এসে। ফুটবলপ্রেমীদের একাংশ মনে করেছিলেন যে, চেলসিকেও হয় কড়া চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে। 

তবে সেইরকম কোনও পরিস্থিতি তৈরি হল না

খেলার ৮২ মিনিট পর্যন্ত সমতা ধরে রাখলেও, জিততে পারল না পামেইরাস। কারণ, ম্যাচের ৮৩ মিনিটে, অগাস্টিন গিয়ারের আত্মঘাতী গোল হেরেই ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে দিল তারা। তার আগে অবশ্য ম্যাচের ১৬ মিনিটে, কোল পামারের গোলে এগিয়ে যায় চেলসি। দাপট দেখালেও প্রথমার্ধে কিন্তু বেশি গোল করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে, পামেইরাসের হয়ে সমতা ফেরান ব্রাজিলিয়ান স্ট্রাইকার এস্তেভাও। 

তবে খেলায় পামেইরাস সমতা ফেরালেও যথেষ্ট দাপট দেখায় চেলসি। প্রায় পুরো ম্যাচেই বিপক্ষের ডিফেন্সে ছাপ বাড়াতে থাকেন চেলসির স্ট্রাইকাররা। সেই আক্রমণ আটকাতে গিয়ে রীতিমতো নাকানিচোবানি খায় পামেইরাস ডিফেন্স। সেই চাপ ধরে রাখতে না পেরে, ম্যাচের ৮৩ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন গিয়া। গোল আটকাতে গিয়ে নিজেই গোল কর দেন। 

 

 

ফলে, চেলসি ২-১ ব্যবধানে এগিয়ে যায় 

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পামেইরাস। প্রসঙ্গত, ২০২২ সালেও ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে পরাজিত হয় পামেইরাস। এবারও হার। ওদিকে আবার সৌদি আরবের ক্লাব আল হিলালকে ২-১ ব্যবধানে হারিয়ে দিল ফ্লুমিনেন্স। ম্যাচের ৪০ মিনিটে, ম্যাথিয়াস মার্তিনেল্লির গোলে খেলায় লিড নেয় ফ্লুমিনেন্স। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ ব্যবধান নিয়েই। এরপর ম্যাচের ৫১ মিনিটে, আল হিলালের হয়ে সমতা ফেরান মার্কোস লিওনার্দো। কিন্তু খেলার ৭০ মিনিটে, দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন হারকিউসিল এবং ফ্লুমিনেন্সের জয় নিশ্চিত হয়ে যায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?