Sanjay Sen: 'উপযুক্ত যোগ্যতা রয়েছে আমার', জাতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন! জয় করবেন সঞ্জয়?

Published : Jul 05, 2025, 02:53 PM ISTUpdated : Jul 05, 2025, 03:01 PM IST
Sanjay Sen

সংক্ষিপ্ত

Sanjay Sen: জাতীয় দলের কোচ হতে চেয়ে এবার আবেদন করবেন সঞ্জয় সেন। পরিষ্কার করে দিলেন নিজেই। 

Sanjay Sen: মানালো মারকুুুয়েজ জমানা শেষ! কিন্তু এবার জাতীয় দলের কোচের দায়িত্ব কে নেবেন? জল্পনা একেবারে তুঙ্গে (indian national football team news)। 

উল্লেখ্য, শুক্রবারই জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ফেডারেশন। এবার সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতেই আবেদন করতে চলেছেন বাংলার কোচ সঞ্জয় সেন। অবশ্য এর আগেও জাতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন করেছিলেন আই লিগ এবং সন্তোষ ট্রফি জয়ী এই বাঙালি কোচ।

কী বলছেন সঞ্জয় সেন?

তাঁর কথায়, "আমি বিজ্ঞপ্তিটা দেখেছি। জাতীয় দলের কোচ হতে গেলে একজন কোচের যা যা যোগ্যতা দরকার, সবই আমার রয়েছে। সেই ভিত্ততেই আগামী কয়েক দিনের মধ্যে আমি আবেদন করব। এর আগেও এবার আবেদন করেছিলাম। কিন্তু তখন সফল হইনি। তাই আবার করব, তারপর দেখা যাবে।”

প্রসঙ্গত, এএফসি এশিয়ান কাপ কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকং-এর বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। তবে সেই ম্যাচের আগেই এবার বড় আপডেট চলে এল। উল্লেখ্য, মানোলো মারকুয়েজ আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি দায়িত্ব ছাড়বেন। তাছাড়া দলের পারফরম্যান্স খুবই খারাপ জায়গায়! অতএব, তাঁর বিদায় প্রায় পাকাই ছিল।

এটাই তো প্রশ্ন। এখনও অবধি একাধিক বিদেশি কোচ এসেছেন। কিন্তু সেরা পারফরম্যান্স কোনওবারই দেখা যাচ্ছে না। মাঝে যদিও বা একটু ভালো খেলছে দল, কিন্তু সেই গতি ধরে রাখতে পারছে না। ফলে, ফেডারেশন কর্তারা চাইছেন, এমন কেউ কোচ হিসেবে আসুক, যিনি দলকে তাতাতে পারেন। সেইসঙ্গে, ফুটবলারদের মনোভাবও ভালো করে বুঝতে পারেন। এক্ষেত্রে মাটির টানও একটা বড় বিষয়। একজন ভারতীয় কোচ বিষয়টা যত ভালো বুঝবেন, ততটা একজন বিদেশি কোচের পক্ষে বোঝা সম্ভব নয়।

এলিট কোচিং কোর্সের একটি প্রোগ্রাম

এদিকে ২৭-৩০ জুন মুম্বইতে এআইএফএফ থেকে এলিট কোচিং কোর্সের একটি প্রোগ্রাম আয়োজিত হয়। দায়িত্বে ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাবির পাশা এবং হেড অফ কোচ ডেভলপমেন্ট বিবেক নাগুল। এই প্রোগ্রামে অংশ নেন দেশের নানা প্রান্তের এএফসি প্রো লাইসেন্সধারী বা ‘এ’ লাইসেন্সধারী কোচরা। জানা যাচ্ছে, মোট ২৪ জন কোচ এলিট কোচিং কোর্সটি সম্পন্ন করেছেন।

ফলে, সঞ্জয় সেনের গুরুত্বও অনেকটা বেড়েছে। তবে শুধু তিনি নন। খালিদ জামিলের নামও কিন্তু আলোচনাতে এসেছে। এখন দেখার বিষয় এটাই যে, সঞ্জয় সেন আবেদন করার পর তাঁকে সুযোগ দেওয়া হয় কি না। সেই উত্তর দেবে সময়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?