উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হতে চান ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। প্যারিস সা-জাঁ-কে চ্যাম্পিয়ন করতে না পেরে দল ছাড়লেন এই তারকা স্ট্রাইকার।
জল্পনা চলছিল অনেকদিন ধরেই। প্যারিস সাঁ-জা-র সঙ্গে নতুন চুক্তি করেননি। ফলে দল ছাড়া নিশ্চিত হয়ে গিয়েছিল। রিয়াল মাদ্রিদেই যোগ দেবেন বলে শোনা যাচ্ছিল। এবার নিজেই এক ভিডিও বার্তায় পিএসজি ছাড়ার কথা ঘোষণা করলেন কিলিয়ান এমবাপে। চলতি মরসুম শেষ হলেই পিএসজি-র সঙ্গে এমবাপের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ফলে তিনি ফ্রি-এজেন্ট হিসেবেই অন্য ক্লাবে যেতে পারেন। পিএসজি কর্তারা অনেকদিন ধরেই এমবাপের সঙ্গে নতুন চুক্তি করার চেষ্টা করছিলেন। এই তারকা স্ট্রাইকারের উপর চাপ সৃষ্টিও করা হচ্ছিল। কিন্তু তিনি কোনওভাবেই নতুন চুক্তি করতে রাজি হননি। চলতি মরসুম শেষ করার পরেই দল বদলাচ্ছেন এমবাপে।
৭ বছর পর ক্লাব বদল এমবাপের
ভিডিও বার্তায় এমবাপে বলেছেন, ‘আমি সবসময় বলে এসেছি, সময় এলেই আপনাদের সঙ্গে কথা বলব। তাই আমি ঘোষণা করছি, এটাই প্যারিস সাঁ-জা-য় আমার শেষ বছর। আমি চুক্তি বৃদ্ধি করছি না। আগামী কয়েক সপ্তাহ পরেই এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি। দেশ ছাড়ছি এটা ঘোষণা করা এতটা কঠিন কোনওদিন ভাবিনি। তবে ৭ বছর পর আমার নতুন চ্যালেঞ্জ দরকার ছিল। পিএসজি-র স্মৃতি সারাজীবন আমার মনে থেকে যাবে। আমি আর পিএসজি-র খেলোয়াড় না থাকলেও, সব ম্যাচ দেখব। আশা করি পিএসজি-র হয়ে আমার শেষ ট্রফি জিততে পারব।’
রিয়াল মাদ্রিদে ফের গ্যালাকটিকোস
২ দশক আগে রিয়াল মাদ্রিদে একসঙ্গে ছিলেন রোনাল্ডো লুইজস, জিনেদিন জিদান, লুইস ফিগো, রবার্তো কার্লোস, ডেভিড বেকহ্যাম, রাউল গঞ্জালেজ, ইকের ক্যাসিয়াসের মতো তারকারা। এবার ভিনিসিয়াস জুনিয়র, রডরিগো, জুড বেলিংহ্যামদের সঙ্গে এমবাপেকে নিয়ে ফের গ্যালাকটিকোস তৈরি করছে রিয়াল মাদ্রিদ। নতুন মরসুমের দল নিয়ে সমর্থকরা উচ্ছ্বসিত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Kylian Mbappe: ১ জুলাই রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন এমবাপে, কত অর্থ পাচ্ছেন?
Kylian Mbappé: সবচেয়ে কম বয়সে ৩০০ গোল, মেসি-রোনাল্ডোকে ছাপিয়ে গেলেন এমবাপে
Messi-Ronaldo-Mbappe: মেসি না রোনাল্ডো, কার অনুরাগী কিলিয়ান এমবাপে?