'আমি বয়স দেখি না', রোনাল্ডোকে ফের জাতীয় দলে ডেকে বার্তা পর্তুগালের নতুন কোচের

কাতার বিশ্বকাপেই আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়ে যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাঁকে ফের জাতীয় দলে ডাকলেন পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজ। ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে লিশটেনস্টাইন ও লুক্সেমবার্গের বিরুদ্ধে খেলবেন রোনাল্ডো।

Web Desk - ANB | Published : Mar 18, 2023 4:59 AM IST

17
ফের পর্তুগালের হয়ে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, উচ্ছ্বসিত অনুরাগীরা

পর্তুগালের নতুন কোচ হওয়ার পরেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রশংসা করেন রবার্তো মার্টিনেজ। এবার রোনাল্ডোকে জাতীয় দলের হয়ে খেলার জন্য ডাকলেন পর্তুগালের নতুন কোচ।

27
লিশটেনস্টাইন ও লুক্সেমবার্গের বিরুদ্ধে ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে পর্তুগাল

২৩ মার্চ ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে ঘরের মাঠে লিশটেনস্টাইনের বিরুদ্ধে খেলবে পর্তুগাল। ৩ দিন পরে লুক্সেমবার্গের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। এই দুই ম্যাচেই খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

37
কাতার বিশ্বকাপের নক-আউট পর্যায়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশের বাইরে রেখে বিতর্কে জড়ান ফার্নান্ডো স্যান্টোস

কাতার বিশ্বকাপের নক-আউট পর্যায়ের কোনও ম্যাচেই পর্তুগালের প্রথম একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে বাদ দিয়ে বিতর্কে জড়ান পর্তুগালের তৎকালীন কোচ ফার্নান্ডো স্যান্টোস। এই বিতর্কের জেরে সরে যেতে বাধ্য হন স্যান্টোস।

47
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে ছিটকে যায় পর্তুগাল

৩৮ বছর বয়সি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পক্ষে আর হয়তো বিশ্বকাপে খেলা সম্ভব হবে না। কাতারেই তাঁর শেষ বিশ্বকাপ অভিযান ছিল। কিন্তু কাতার বিশ্বকাপ থেকে হতাশ হয়েই বিদায় নিতে হয় রোনাল্ডোকে।

57
পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

পর্তুগালের জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১৯৬ ম্যাচ খেলে ১১৮ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড রোনাল্ডোরই।

67
সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে ৯ ম্যাচ খেলে ৮ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সৌদি প্রো লিগে খুব একটা ভালো পারফরম্য়ান্স দেখাতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফেব্রুয়ারিতে তিনি সেরা পারফরম্যান্সের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু মার্চের শুরু থেকেই ফর্ম হারিয়েছেন 'সি আর সেভেন'।

77
জাতীয় দলের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অত্য়ন্ত গুরুত্বপূর্ণ, বার্তা রবার্তো মার্টিনেজের

পর্তুগালের জাতীয় দলের নতুন কোচ রবার্তো মার্টিনেজ শুরু থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে গুরুত্ব দিচ্ছেন। তিনি জানিয়েছেন, 'আমি বয়স দেখি না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

Read more Photos on
Share this Photo Gallery
click me!
Recommended Photos