ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার সানডে, প্রথম ম্যাচেই ম্যান ইউকে হারিয়ে দিল আর্সেনাল

Published : Aug 18, 2025, 12:34 AM ISTUpdated : Aug 18, 2025, 12:43 AM IST
Man Utd vs Arsenal

সংক্ষিপ্ত

Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হয়েছে। বেশিরভাগ দলই প্রথম ম্যাচ খেলেছে। রবিবার দুই দলের ম্যাচ ছিল। বরাবরের মতোই এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল। এবারের মরসুমও যে চমকপ্রদ হবে, তা প্রথম ম্যাচেই বোঝা গেল।

DID YOU KNOW ?
৩ বার রানার্স আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগের গত ৩ মরসুমে রানার্স হয়েছে আর্সেনাল। এবার ট্রফি জিততে মরিয়া গানার্সরা।

Premier League 2025-26: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে (Manchester United) ১-০ হারিয়ে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League) শুরু করল আর্সেনাল (Arsenal)। রবিবার নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) হেরে গেল ম্যান ইউ। ম্যাচের ১৩ মিনিটে একমাত্র গোল করেন ইটালিয়ান ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিওরি (Riccardo Calafiori)। এই গোলেই জয় পেল গানার্সরা। ম্যান ইউয়ের হয়ে গোল করার কাছাকাছি জায়গায় পৌঁছে গিয়েছিলেন প্যাট্রিক ডোরগু (Patrick Dorgu), ম্যাথিয়াস কুনহা (Matheus Cunha) ও ব্রায়ান এমবিউমো (Bryan Mbuemo)। তবে তাঁদের পক্ষে সমতা ফেরানো সম্ভব হয়নি। মরসুমের শুরুতেই অ্যাওয়ে ম্যাচে জয় পাওয়ায় আর্সেনালের ফুটবলারদের আত্মবিশ্বাস বেড়ে গেল। এবারও লিগ টেবলে উপরের দিকে থাকার আশা জাগিয়ে তুলল গানার্সরা। অন্যদিকে, প্রথম ম্যাচে হেরেই চাপে পড়ে গেল ম্যান ইউ।

এবারও ছন্দে আর্সেনাল

গত তিন মরসুম ধরে ইংলিশ প্রিমিয়ার লিগে অন্যতম ধারাবাহিক দল আর্সেনাল। পরপর তিন মরসুম রানার্স হয়েছে গানার্সরা। তবে ভালো পারফরম্যান্স দেখালেও, ট্রফি জিততে পারছে না তারা। ২০১৯ সালে মিকেল আর্টেটা (Mikel Arteta) ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত শুধু একবার এফএ কাপ জেতা ছাড়া আর সাফল্য পায়নি আর্সেনাল। ফলে ট্রফি জেতার জন্য দলের উপর চাপ বাড়ছে। তবে এবার মরসুমের শুরু ভালো হওয়ায় ট্রফির আশায় সমর্থকরা।

ফের তলানিতে ম্যান ইউ

২০১৩ সালে কিংবদন্তি ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন (Alex Ferguson) অবসর নেওয়ার পর থেকেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের টানা ব্যর্থতা চলছে। গত ১২ বছরে ওল্ড ট্র্যাফোর্ডে খুব কম সাফল্যই এসেছে। গত মরসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫ নম্বরে ছিল ম্যান ইউ। প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর থেকে এটাই সবচেয়ে খারাপ অবস্থান। এবারও শুরুটা খারাপ হল। নিজেদের ঘরের মাঠে হার দিয়ে মরসুম শুরু করার পর ম্যান ইউ যে বেশিদূর এগোতে পারবে, সমর্থকরা সেই আশা করছেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫ নম্বরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
ইংলিশ প্রিমিয়ার লিগের গত মরসুমে ১৫ নম্বরে ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এবার প্রথম ম্যাচেই হেরে গেল তারা।
Read more Articles on
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে