Shreyas Iyer: ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে এগিয়ে আইপিএল, কেন বলছেন শ্রেয়াস আইয়ার?
IPL vs Premier League: জনপ্রিয়তার বিচারে বিশ্বের অন্যতম সেরা ক্লাব ফুটবল টুর্নামেন্ট ইংলিশ প্রিমিয়ার লিগ। সারা বিশ্বের টি-২০ লিগগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় আইপিএল। এবার শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) বলে দিলেন, প্রিমিয়ার লিগের চেয়ে এগিয়ে আইপিএল।

ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে মানের বিচারে আইপিএল-কে এগিয়ে রাখছেন শ্রেয়াস আইয়ার
ফুটবল ও ক্রিকেটের কোনও তুলনা চলে না। তবে মানের বিচারে ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে আইপিএল-কে এগিয়ে রাখছেন শ্রেয়াস আইয়ার।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের পর আইপিএল ও প্রিমিয়ার লিগের তুলনা করেছেন শ্রেয়াস
শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের পর পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেছেন, প্রিমিয়ার লিগের চেয়ে বড় আইপিএল।
আইপিএল-এ যা প্রতিদ্বন্দ্বিতা, তা প্রিমিয়ার লিগের চেয়ে ভালো বলে মত শ্রেয়াসের
শ্রেয়াস আইয়ার বলেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে আইপিএল-এ প্রতিদ্বন্দ্বিতার মান ভালো। পাঞ্জাব কিংসের অধিনায়কের মতে, আইপিএল-এ যে কোনও দল যে কোনও ম্যাচে জয় পেতে পারে।
আইপিএল-এ সব দলের মানই সমান বলে মত পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের
শ্রেয়াস আইয়ার বলেছেন, আইপিএল-এ সব দলের মানই সমান। সবাইকেই শান্ত ও ইতিবাচক থাকতে হবে।
দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গেলেও, লিগ পর্যায়ের শেষ ম্যাচে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে চান শ্রেয়াস
শ্রেয়াস আইয়ার বলেছেন, পরের ম্যাচে তাঁরা তরতাজা মানসিকতা নিয়ে খেলতে নামতে চান।
সোমবার চলতি আইপিএল-এ লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে পাঞ্জাব কিংস
সোমবার মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস। চলতি আইপিএল-এ প্লে-অফে অবস্থানের নিরিখে এই ম্যাচের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ইংল্যান্ড সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা পেলেন না শ্রেয়াস আইয়ার
শনিবার ইংল্যান্ড সফরের জন্য ১৮ জনের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। চলতি আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখালেও, টেস্ট দলে জায়গা পাননি শ্রেয়াস আইয়ার।
টেস্ট দলে আপাতত শ্রেয়াস আইয়ারের জায়গা নেই, স্পষ্ট জানিয়ে দিয়েছেন অজিত আগরকর
বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন, শ্রেয়াস আইয়ার ওডিআই সিরিজ, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখালেও, টেস্ট দলে তাঁর জায়গা নেই।
টেস্ট দলে জায়গা না পাওয়ার দিনেই আইপিএল ম্যাচে অর্ধশতরান করেছেন শ্রেয়াস আইয়ার
শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৪ বলে ৫৩ রান করেন শ্রেয়াস আইয়ার। তিনি নির্বাচকদের জবাব দিয়েছেন।
পাঞ্জাব কিংসকে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন করাই শ্রেয়াস আইয়ারের লক্ষ্য
এখনও পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি পাঞ্জাব কিংস। এবার দলকে প্রথমবার খেতাব জেতাতে চান শ্রেয়াস আইয়ার।

