ফের একই লিগে মেসি-রোনাল্ডো! আল-হিলালে যোগ দেওয়া নিশ্চিত আর্জেন্টিনার অধিনায়কের

প্যারিস সাঁ-জা সাসপেন্ড করার পরেই নিশ্চিত হয়ে গিয়েছিল, ফ্রান্সের এই ক্লাবে আর থাকবেন না লিওনেল মেসি। তবে পুরনো ক্লাব বার্সেলোনায় না, সৌদি আরবের ক্লাবে যোগ দিচ্ছেন মেসি।

আগামী মরসুমে প্যারিস সাঁ-জা ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। এমনই দাবি স্পেনের একটি সংবাদমাধ্যমের। এই খবরে ইউরোপের ফুটবল মহলে আলোড়ন। কয়েকদিন আগেই সৌদি আরবে গিয়েছিলেন মেসি। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় তাঁকে ২ সপ্তাহের জন্য সাসপেন্ড হতে হয়। এরপরেই জল্পনা শুরু হয়, পিএসজি ছেড়ে হয়তো সৌদি আরবের কোনও ক্লাবে যোগ দিচ্ছেন মেসি। শেষপর্যন্ত জানা গেল, বার্সেলোনার প্রাক্তন সতীর্থ সের্জিও বুস্কেটসের সঙ্গেই আল-হিলালে যোগ দিচ্ছেন মেসি। স্পেনের সংবাদমাধ্যমটির দাবি, আল-হিলালের সঙ্গে আর্থিক বিষয়ে কথা পাকা হয়ে গিয়েছে মেসি ও বুস্কেটসের। তাঁদের চুক্তিতে সই করা সময়ের অপেক্ষা। ৩০ জুন পর্যন্ত পিএসজি-র সঙ্গে চুক্তি আছে মেসির। তারপরেই হয়তো তিনি সৌদি ক্লাবে সই করবেন।

আল-হিলালের এক কর্তার দাবি, ৫২২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নতুন চুক্তি করতে চলেছেন মেসি। তাঁর আল-হিলালে যোগ দেওয়া নিয়ে আর কোনও সংশয় নেই। পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার ইচ্ছা ছিল মেসির। কিন্তু বার্সার আর্থিক অবস্থা ভালো নয়। সেই তুলনায় সৌদি ক্লাবে সই করলে অনেক বেশি অর্থ পাবেন মেসি। তাছাড়া সৌদি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আরও একটি কারণ আছে। ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজনের দাবি জানাচ্ছে সৌদি আরব। এর জন্য মেসিকে দূত নির্বাচিত করা হয়েছে। সৌদি আরবের ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে মেসির সম্পর্ক বেশ ভালো। সেই কারণেই তিনি ইউরোপ ছেড়ে এশিয়ার ক্লাব ফুটবলে যোগ দিচ্ছেন।

Latest Videos

মেসি যদি সত্যিই আল-হিলালে সই করেন, তাহলে আল-নাসরের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ফের লড়াই দেখা যাবে। মেসি যখন বার্সেলোনায় ছিলেন, তখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন রোনাল্ডো। তাঁদের লড়াইয়ের দিকে তাকিয়ে থাকত সারা বিশ্ব। কিন্তু এই দুই তারকাই স্পেন ছাড়েন। রোনাল্ডো যোগ দেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এবং মেসি যোগ দেন পিএসজি-তে। এবার হয়তো ফের একই লিগে দেখা যাবে এই দুই তারকাকে। এই সম্ভাবনা উজ্জ্বল হতেই মেসি ও রোনাল্ডোর অনুরাগীরা উৎসাহিত হয়ে উঠেছেন। 

কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেও, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন মেসি। বিশ্বকাপের পর ফের জাতীয় দলে দেখা গিয়েছে তাঁকে। আগামী কোপা আমেরিকা তো বটেই, ২০২৬ সালের বিশ্বকাপেও খেলার ইচ্ছা রয়েছে আর্জেন্টিনার অধিনায়কের। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন তিনি।

আরও পড়ুন-

Cristiano Ronaldo: আল-খলিজের বিরুদ্ধে ড্র, সমর্থকদের ক্ষোভের মুখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার লিওনেল মেসি, সেরা দল আর্জেন্টিনা

Bengaluru FC: হেড না ক্যাচ? কোচের সঙ্গে মজার খেলায় সুনীল ছেত্রী-রয় কৃষ্ণরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today