নাপোলিতে সারারাত উৎসব, বাঁধাভাঙা আনন্দ, ইটালি থেকে জানালেন বাঙালি ফুটবলপ্রেমী

১৯৯০ সালের পর প্রথমবার সিরি এ চ্যাম্পিয়ন হয়েছে দিয়েগো মারাদানোর ক্লাব নাপোলি। দক্ষিণ ইটালিতে চলছে উৎসব। সেই উৎসবের সাক্ষী এক বাঙালি ফুটবলপ্রেমী।

৩ দশক আগে কলকাতা থেকে পাড়ি জমান ইটালিতে। বর্তমান ঠিকানা মন্টেবেলুনা শহর। সেখানে ফ্লাওয়ার ডিজাইনার হিসেবে পসার জমিয়েছেন। পেশার পাশাপাশি শখ সারা ইউরোপ ঘুরে বেড়ানো আর ফুটবল। ইটালিতে থাকলেও, দিয়েগো মারাদোনার অন্ধ ভক্ত। স্বভাবতই মারাদোনার ক্লাব নাপোলি ৩৩ বছর পর সিরি এ চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত বিপ্লব দেবনাথ। সূদূর ইটালি থেকে এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাপোলির এই জয় নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন বিপ্লব। মারাদোনার জন্যই নাপোলির প্রতি তাঁর মনে বিশেষ জায়গা রয়েছে। সেই কারণে নাপোলি চ্যাম্পিয়ন হওয়ায় খুশি এই বঙ্গসন্তান।

বিপ্লব জানালেন, 'নেপলসে এখন সবাই উৎসব পালন করছে। নেপলসের যে সমস্ত বাসিন্দা কর্মসূত্রে ইটালির অন্যান্য শহরে আছে, তারাও উৎসবে মেতে উঠেছে। আমাদের শহরেও নেপলসের অনেকে আছে। ওরাও আনন্দ করছে। নেপলসে গতকাল সারারাত ধরে উৎসব হয়েছে। দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে এত ভিড় হয়েছিল, সেখানে একজন অসুস্থ হয়ে মারাও গিয়েছেন বলে শোনা যাচ্ছে। যদিও কেউ কেউ আবার বলছে, একজন অসুস্থ হয়ে পড়ছেন, তবে মারা গিয়েছেন কি না এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নেপলসের বাসিন্দারা আনন্দে পাগল হয়ে গিয়েছে। আমার শহরে নেপলসের যারা আছে তারাও মাঝেমধ্যেই গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে। হুহু করে গাড়ি চালাচ্ছে। ওদের কাছে এই জয় বিশাল আনন্দের।'

Latest Videos

বিপ্লব আরও জানালেন, 'গতকাল উদিনিজের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর নাপোলির স্টেডিয়ামে ক্লাবের প্রেসিডেন্ট অরেলিও ডে লাউরেন্টিস সমর্থকদের বলেন, আমি নাপোলির সবাইকে বিশ্বাস করি। আপনারা সবসময় বলে এসেছেন, নাপোলি স্কুদেত্তো জিতবে। আপনাদের কথাই ঠিক হল। নাপোলি আবার স্কুদেত্তো জিতল। লাউরেন্টিস একজন ফিল্ম প্রোডিউসার, শিল্পী। ওঁর জন্ম রোমে। উনি একজন রোমান। কিন্তু নাপোলির প্রেসিডেন্ট হওয়ার পর উনি এখন নেপলসেরই একজন হয়ে উঠেছেন। গতকাল উনি যে বক্তব্য রেখেছেন, সে কথা এখন নেপলসের সবার মুখে মুখে ফিরছে। গতকাল সারারাত নেপলসের রাস্তায় পরের পর গাড়ি দেখা গিয়েছে। দেখে মনে হচ্ছিল পৃথিবীর অন্য প্রান্ত এটা। বিয়ার, শ্যাম্পেনের ফোয়ারা বয়ে গিয়েছে। সারারাত ধরে উৎসব হয়েছে। আমি উত্তর ইটালিতে আছি। এখানে বসেই দেশের দক্ষিণ প্রান্তের উৎসবের আঁচ পাচ্ছি। আমার শহরেও নেপলসের বাসিন্দাদের দেখে আনন্দের আতিশয্য বুঝতে পারছি। নাপোলির জয়ে আমিও খুশি হয়েছি।'

আরও পড়ুন-

৩৩ বছর পর সিরি এ খেতাব দিয়েগো মারাদোনার ক্লাবের, নেপলসে চলছে উৎসব

ক্লাবের অনুমতি না নিয়েই সৌদি আরব সফর, ২ সপ্তাহের জন্য সাসপেন্ড লিওনেল মেসি

Bengaluru FC: হেড না ক্যাচ? কোচের সঙ্গে মজার খেলায় সুনীল ছেত্রী-রয় কৃষ্ণরা

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari