RFDL Derby: যুবদের ডার্বিতে খাতা খুলতে পারল না কেউই! মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল গোলশূন্য ড্র

সংক্ষিপ্ত

যুবদের ডার্বি ম্যাচ ড্র। 

এমনিতে তো ডার্বি মানেই মোহনবাগানের জয় ধরে নিচ্ছেন অনেকে। তার কারণ, শেষ কয়েকটি ডার্বির পারফরম্যান্স সেইদিকেই ইঙ্গিত করছে।

সাম্প্রতিক সময়ে ডার্বি মানেই অধিকাংশক্ষেত্রেই জয়লাভ করেছে মোহনবাগান। সেটা বড়দের হোক বা ছোটদের। তবে রিল্যায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগে গোলশূন্য ড্র হল বড় ম্যাচ। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, ডার্বি ম্যাচ ড্র।

Latest Videos

অসংখ্য গোলের সুযোগ তৈরি করেও কোনও ফায়দা তুলতে পারেনি সবুজ মেরুনের ছোটরা। তবে নৈহাটিতে ড্র করেও পূর্বাঞ্চল থেকে পরের রাউন্ডে চলে গেল দুই প্রধানই। সেইসঙ্গে, পরের রাউন্ডে গেল ডায়মন্ডহারবার এফসি।

এই ড্রয়ের ফলে ৫ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ১১। সেখানে ইস্টবেঙ্গলের পয়েন্ট হল ৮। অন্যদিকে, এই গ্রুপের ডায়মন্ডহারবার এফসি ৬-১ গোলে হারিয়েছে ইউনাইটেড স্পোর্টসকে।

যার ফলে, তাদেরও পয়েন্ট দাঁড়ায় ৮। মহামেডানকে ২-০ গোলে হারায় ওড়িশাও। কিন্তু মুখোমুখি লড়াইতে ইস্টবেঙ্গল জিতেছিল বলে পরের রাউন্ডের ছাড়পত্র পেল তারা। সেইসঙ্গে, প্রথমবার নেমেই RFDL-এ পূর্বাঞ্চলের বাধা টপকে পরের রাউন্ডে চলে গেল ডায়মন্ডহারবার।

নৈহাটিতে এদিনের ডার্বিতে অবশ্য জিততে পারত মোহনবাগান। গোটা ম্যাচ জুড়ে আধিপত্য বজায় রাখেন সুহেল ভাটরা। শুধু তাই নয়, গোটা ম্যাচ জুড়ে গোল মুখে কোনও শটই করতে পারেনি লাল হলুদ ব্রিগেড।

সেখানে ৫টি শট ছিল মোহনবাগানেরই। বল পজিশনেও এগিয়ে ছিল তারা। যদিও খেলার ৫৩ মিনিটে, মোহনবাগানের সেরটোর গোল বাতিল করা হয়। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হল যুবদের ডার্বি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'২৬ হাজার চাকরি বাতিলে দায়ী মমতার সরকার', দেখুন কী বলছেন সুকান্ত-সুজন-সৌম্য
অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের সর্বনাশ! কান্নায় ভেঙে পড়লেন সকলে | SSC job cancellation news