Real Madrid: দুর্দান্ত ফর্মে রয়েছেন কিলিয়ান এমবাপে। মরশুমের প্রথম ম্যাচে দলের হয়ে জয়সূচক গোল করেছিলেন তিনি (real madrid vs real oviedo)। এবার দ্বিতীয় ম্যাচেও গোল করলেন সেই কিলিয়ান এমবাপে। ওভিয়েডোর বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করলেন এই ফরাসি তারকা (real madrid vs real oviedo live)।
সেই দাপুটে ফুটবলের সুবাদেই, লা লিগায় ফের বড় জয় রিয়াল মাদ্রিদের। এবার রিয়াল ওভিয়েডোকে ৩-০ গোলে হারিয়ে দিল তারা। মরশুমের প্রথম দুটি ম্যাচেই জিতলেন এমবাপেরা। অন্যদিকে, রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র।
এই ম্যাচে রিয়ালের প্রথম একাদশে দুটি পরিবর্তন করেন কোচ জ়াভি আলোনসো। ট্রেন্ট আলেকজ়ান্ডার আর্নল্ড এবং ভিনিসিয়াসের পরিবর্তে মাঠে নামানো হয় রদ্রিগো এবং অধিনায়ক ড্যানি কার্ভাহালকে।
ম্যাচের ৩৭ মিনিটে, রিয়ালকে লিড এনে দেন এমবাপে। এরপর দ্বিতীয়ার্ধে ৮৩ মিনিটের মাথায়, ভিনিসিয়াসের পাস থেকে দ্বিতীয় গোলটিও আসে সেই এমবাপের পা থেকেই। তবে সেখানেই শেষ নয়। ম্যাচের অতিরিক্ত সময়ে, দলের হয়ে তৃতীয় গোলটি করেন ভিনিসিয়াস।
রিয়ালের একের পর এক আক্রমণে রীতিমতো নাজেহাল হয়ে যান ওভিয়েডোর ফুটবলাররা। এদিনের ম্যাচে কার্যত, মাঝমাঠের দখল ছিল রিয়ালের দখলেই। কিন্তু ওভিয়েডোর গোলকিপার বেশ কয়েকটি ভালো সেভ করেন। মোট ৬৫% বলের দখল রেখে এই ম্যাচ জেতে রিয়াল।
এদিকে এই জয়ের ফলে, ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগে টেবিলে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। প্রথম দুইয়ে আছে ভিলারিয়াল ও বার্সেলোনা। তাদের পয়েন্টও ৬। তবে গোলপার্থক্যে শীর্ষে ভিলারিয়াল। তবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের গোলপার্থক্য সমান হলেও, বেশি গোল করার নিরিখে উপরে রয়েছে বার্সা।
তবে এখনও অনেক ম্যাচ বাকি। অপরদিকে, রিয়াল যাদের হারিয়েছে, সেই ওভিয়েডোর অনেক বছর পর লা লিগার মূলপর্বে উঠে এসেছে। আর রিয়াল কোচ জ়াভি আলোনসোর মরশুমের শুরুটা বেশ ভালোই গোল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।