সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ: ফাজিলার ৫ গোল, বাংলাদেশের ক্লাবকে উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল

Published : Dec 15, 2025, 12:10 AM ISTUpdated : Dec 15, 2025, 12:19 AM IST
Fazila Ikwaput

সংক্ষিপ্ত

SAFF Women's Club Championship 2025: নেপালের (Nepal) রাজধানী কাঠমাণ্ডুতে (Kathmandu) চলছে প্রথম সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া থেকে একধাপ দূরে ইস্টবেঙ্গল (East Bengal FC)।

DID YOU KNOW ?
ট্রফির লক্ষ্যে ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। এবার প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়ের লক্ষ্যে লাল-হলুদের মহিলা ব্রিগেড।

East Bengal FC: বাংলাদেশের (Bangladesh) নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিতে (Nasrin Sports Academy) ৭-০ উড়িয়ে প্রথম সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপের (SAFF Women's Club Championship 2025) ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। রবিবার নেপালের (Nepal) রাজধানী কাঠমাণ্ডুর (Kathmandu) দশরথ স্টেডিয়ামে (Dashrath Stadium) দাপুটে পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশের ক্লাবকে উড়িয়ে দিল লাল-হলুদের মহিলা ব্রিগেড। একাই পাঁচ গোল করলেন উগান্ডার (Uganda) স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুত (Fazila Ikwaput)। বাকি দুই গোল করেন জ্যোতি চৌহান (Jyoti Chouhan) ও সুলঞ্জনা রাউল (Sulanjana Raul)। ইস্টবেঙ্গলের সামনে কোনওরকম প্রতিরোধই গড়ে তুলতে পারেনি বাংলাদেশের ক্লাব। ম্যাচের সপ্তম মিনিটেই প্রথম গোল করেন ফাজিলা। এরপর ২৭ মিনিটে তিনি নিজের ও দলের দ্বিতীয় গোল করেন। ৪৫ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন উগান্ডার এই স্ট্রাইকার। প্রথমার্ধের সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান জ্যোতি। প্রথমার্ধের শেষে ৪-০ এগিয়েছিল ইস্টবেঙ্গল। ৭৩ মিনিটে ব্যবধান বাড়ান সুলঞ্জনা। পরের মিনিটেই নিজের পঞ্চম গোল করেন ফাজিলা। এরপর তিনি ৯০ মিনিটের মাথায় নিজের পঞ্চম ও দলের সপ্তম গোল করেন।

ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নেপালের ক্লাব

এই টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল। বুধবার লিগ পর্যায়ের শেষ ম্যাচে নেপালের এপিএফ উইমেনস ফুটবল ক্লাবের (APF Women’s Football Club) মুখোমুখি হবে লাল-হলুদের মহিলা ব্রিগেড। নেপালের এই ক্লাব তিন ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। এরপর ২০ ডিসেম্বর ইস্টবেঙ্গল ও এপিএফ উইমেনস ফুটবল ক্লাব ফাইনাল ম্যাচ খেলবে। প্রথমবার সাফ পর্যায়ে মহিলাদের ক্লাব ফুটবল টুর্নামেন্ট চলছে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ার লক্ষ্যে ইস্টবেঙ্গল

ফের আন্তর্জাতিক ট্রফির সামনে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবল দল একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। এবার লাল-হলুদের মহিলা ফুটবল দল প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট জয় থেকে এক ধাপ দূরে। ফাজিলা, সুলঞ্জনারা যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে তাঁরা নেপালের ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হতেই পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথম সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ফাইনালে লাল-হলুদ।
নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে আয়োজিত প্রথম সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল।
Read more Articles on
click me!

Recommended Stories

Messi in Delhi: দিল্লীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন বিরাট? স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফিরলেন কোহলি
সচিন তেন্ডুলকর-সুনীল ছেত্রীর সঙ্গে জার্সি বিনিময়, লিওনেল মেসির উপস্থিতিতে ফুটবলময় ওয়াংখেড়ে