Calcutta Football League 2024: কয়েকদিনের মধ্যেই চলতি মরসুমে কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হয়ে যাবে। তার আগে গত মরসুমের চ্যাম্পিয়নশিপ নিয়ে আইনি জটিলতা কেটে গেল।

DID YOU
KNOW
?
কলকাতা লিগ ইস্টবেঙ্গলের
কলকাতা ফুটবল লিগের ইতিহাসে সফলতম দল ইস্টবেঙ্গল। টানা ৭ বার কলকাতা লিগ জেতার রেকর্ডও আছে ইস্টবেঙ্গলের।

East Bengal FC: সোমবার নিজেদের ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের (United Sports Club) বিরুদ্ধে ম্যাচ ড্র করলেই চলতি মরসুমের কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League 2025) চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। তার ঠিক ৪৮ ঘণ্টা আগে গত মরসুমের কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League 2024) চ্যাম্পিয়ন হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করল আইএফএ। শুক্রবার আলিপুর জেলা আদালতের অন্তর্বর্তী স্থগিতাদের খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য বলেন, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে বাধা নেই। এরপর শনিবার আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, গত মরসুমের কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবং রানার্স ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। রবিবার মহালয়া। তার ঠিক আগেই লাল-হলুদ তাঁবুতে ট্রফি আসা নিশ্চিত হয়ে গেল। সোমবার দেবীপক্ষের শুরুতে লেসলি ক্লডিয়াস সরণিতে দ্বিতীয় ট্রফির আগমন ঘটতে পারে। ফলে উৎসবের মরসুমে ইস্টবেঙ্গল সমর্থকদের খুশির মাত্রা বেড়ে গিয়েছে।

কী বলছে আইএফএ?

ইস্টবেঙ্গলকে কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে আইএফএ সচিব বলেছেন, ‘অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা ছিল যে আইএফএ বোধহয় গত মরসুমের লিগ চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা করছে না। আইএফএ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছিল। আমি হাইকোর্টকে সাধুবাদ জানাব। তাঁরা এই ব্যাপারটা বুঝেছেন এবং রায় দিয়েছেন। এর অর্থ আইএফএ-র পক্ষে চ্যাম্পিয়ন ঘোষণা করতে আর বাধা নেই। আজ কমিটির মিটিং ডাকা হয়েছিল বেলা একটার সময়। বৃষ্টির জন্য সবার পক্ষে একটার সময় পৌঁছনো সম্ভব হয়নি। মিটিং শুরু হতে একটু বিলম্ব হয়েছিল। মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, ইস্টবেঙ্গলকে আমরা চ্যাম্পিয়ন ঘোষণা করব আর ডায়মন্ড হারবারকে রানার্স ঘোষণা করব।’

মাঠের বাইরে হার ডায়মন্ড হারবার এফসি-র

গত মরসুমের কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দল নামায়নি ডায়মন্ড হারবার এফসি। ফলে নিয়ম অনুযায়ী ওয়াকওভার দিয়ে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে আইএফএ। পাল্টা আদালতের দ্বারস্থ হয় ডায়মন্ড হারবার এফসি। প্রথমে নিম্ন আদালতের রায় তাদের পক্ষে যায়। তবে হাইকোর্টে জয় পেল না ডায়মন্ড হারবার এফসি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।