Santos FC vs Sport Recife: চোট উপেক্ষা করেও মাঠে নেইমার! গোল এবং অ্যাসিস্টে রেলিগেশন বাঁচাল স্যান্টোস

Published : Nov 30, 2025, 02:55 AM IST
Santos FC vs Sport Recife: চোট উপেক্ষা করেও মাঠে নেইমার! গোল এবং অ্যাসিস্টে রেলিগেশন বাঁচাল স্যান্টোস

সংক্ষিপ্ত

Santos FC vs Sport Recife: গুরুতর চোট উপেক্ষা করেও খেলতে নামেন নেইমার। সেই সুবাদেই, রেলিগেশন বাঁচাল স্যান্টোস। 

Santos FC vs Sport Recife: চোট উপেক্ষা করে খেলতে নামেন নেইমার। তাঁর দাপটেই স্যান্টোস এফসি ব্রাজিল লিগ সেরি এ-তে অবনমনের আশঙ্কা সাময়িকভাবে কাটিয়ে উঠল (santos fc vs sport recife standings)। লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে, স্পোর্ট রেসিফেকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে স্যান্টোস (santos vs sport recife highlights)। 

রেলিগেশন বাঁচাল স্যান্টোস

গুরুতর চোট থাকা সত্ত্বেও মাঠে নেমে নেইমার একটি গোল করেন এবং অন্য একটি গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করে ম্যাচের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হন। লিগে মাত্র তিনটি ম্যাচ বাকি থাকা অবস্থায়, ১৭তম স্থানে থাকা স্যান্টোসের জন্য অবনমন এড়াতে এই জয় নিঃসন্দেহে অপরিহার্য ছিল।

কার্যত, ডাক্তারদের পরামর্শ উপেক্ষা করে নেইমার তাঁর ছোটবেলার ক্লাবের হয়ে খেলতে নামেন। রিপোর্টে বলা হয় যে, চোটের কারণে নেইমার চলতি মরশুমের সব ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন। এমনকি, তাঁর বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও সংশয় রয়েছে। 

স্পোর্ট রেসিফেকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে স্যান্টোস

ডাক্তাররা তাঁকে অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন। কিন্তু তাঁর কাছে সবচেয়ে বড় বিষয় ছিল, দলকে জিতিয়ে অবনমনের আশঙ্কা থেকে বাঁচানো। আর তিনি সেটাই করে দেখালেন। ম্যাচের ২৫ মিনিটেই, নেইমারের গোলে স্যান্টোস সবার প্রথম লিড নেয়। এরপর ৩৬ মিনিটে, স্পোর্ট রেসিফের ফুটবলার লুকাস কালিনের আত্মঘাতী গোলে সেই লিড দ্বিগুণ হয়ে যায়। 

ম্যাচের ৬৭ মিনিটে, জোয়াও শ্মিট গোল করতেই স্যান্টোস বড় জয় নিশ্চিত করে ফেলে। সৌদির ক্লাব আল হিলাল থেকে স্যান্টোসে ফিরে আসার পর, নেইমার এখানেও চোটের শিকার হন। বিশ্ব ফুটবলের সুপারস্টার থাকা সত্ত্বেও স্যান্টোস লজ্জাজনক হারের সম্মুখীন হচ্ছিল বারবার। বর্তমানে ৩৬ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে স্যান্টোস।

এই জয়ের ফলে, অবনমনের আশঙ্কা সাময়িকভাবে কাটিয়ে উঠল স্যান্টোস এফসি। লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে, স্পোর্ট রেসিফেকে ৩-০ গোলে পরাজিত করেছে স্যান্টোস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল