Lionel Messi: সিগনাল ভেঙে সোজা চলে গেল গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন লিওনেল মেসি, দেখুন ভিডিও

Published : Jul 16, 2023, 12:41 PM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

শনিবার সরকারিভাবে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে সই করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ফুটবল তারকা লিওনেল মেসি। ঘটনাটি ঘটে শুক্রবার। ফোর্ট লডারডেল পুলিশ দ্বারা নতুন ইন্টার মিয়ামি স্বাক্ষর করার সময়। জানা যাচ্ছে ব্যস্ত রাস্তায় তাঁর গাড়ি লাল লাইট ছাড়িয়ে চলে যায়। কিন্তু অল্পের জন্য রক্ষা পান তিনি। কিন্তু ঘটনা শোরগোল ফেলে দিয়েছে মেসির ভক্তমহলে। ইন্টার মিয়ামি ব্রাসিল এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে টুইটারে। ভিডিও-এ স্পষ্ট দেখা যাচ্ছে, গাড়িটি সরাসরি একটি চৌরাস্তায় ছুটে চলেছে। কিন্তু অন্যান্য চালকদের সক্রিয়তার জন্যই কার্যত একটি বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে রয়ে গিয়েছে। 

 

 

প্রসঙ্গত, শনিবার সরকারিভাবে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে সই করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘোষণা করা হয়েছে। ইন্টার মায়ামির জার্সি পরে মেসির ছবিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জুনেই প্যারিস সাঁ-জা ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথা জানান মেসি। তবে এতদিন তিনি ছুটি কাটাচ্ছিলেন। এবার নতুন ক্লাবে যোগ দিলেন। রবিবার রাতে ইন্টার মায়ামির ঘরের মাঠ ফোর্ট লডারডেলে দর্শকদের সামনে হাজির করা হবে মেসিকে। এরপর আগামী শুক্রবার লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব ক্রাজ আজালের বিরুদ্ধে খেলার কথা রয়েছে মেসির। সেটাই ইন্টার মায়ামির হয়ে তাঁর প্রথম ম্যাচ হবে। মেসি যোগ দেওয়ায় মেজর লিগ সকার নিয়ে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের উৎসাহ দেখা যাচ্ছে। ফলে এই লিগের আয়োজকরা খুব খুশি।

আরও পড়ুন -

সরকারিভাবে ইন্টার মায়ামিতে যোগ দিলেন লিওনেল মেসি, পরবেন ১০ নম্বর জার্সিই

ক্রীড়ামন্ত্রকের নিদান, এশিয়ান গেমসে যোগ দেওয়া হচ্ছে না ফুটবল দলের

এএফসি কাপ জেতাই স্বপ্ন, মোহনবাগানে যোগ দিয়ে বার্তা সাহাল আবদুল সামাদের

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?