আইএসএল খেলতে আর রইল না কোনও বাধা, মহামেডানের নতুন ইনভেস্টর শ্রাচী স্পোর্টস

ইনভেস্টর সমস্যার সমাধান হল মহামেডানে। বলা যেতে পারে, স্বস্তি মিলল অনেকটাই।

ইনভেস্টর সমস্যার সমাধান হল মহামেডানে। বলা যেতে পারে, স্বস্তি মিলল অনেকটাই।

আইএসএল (ISL) খেলার পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল সেই ইনভেস্টর (Investor) সমস্যা। কিন্তু এখন যেন কার্যত ‘প্রবলেম সলভড’। কারণ, নতুন ইনভেস্টের হিসেবে সাদাকালো ব্রিগেড পাশে পেল শ্রাচী গ্রুপকে (Shrachi Sports)। মোট ৩০.৫ শতাংশ শেয়ার এখন থেকে তাদের হাতে। আর বদলে দুই বছরে সর্বমোট ৩৫ কোটি টাকা দেওয়ার জন্য মহামেডানের সঙ্গে মৌ-চুক্তি স্বাক্ষর করল শ্রাচী স্পোর্টস। উপস্থিত ছিলেন সংস্থার কর্নধার রাহুল টোডি।

Latest Videos

নিজেদের তাঁবুতেই এই মৌ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মহামেডান (Mohammedan Sporting Club) সভাপতি আমিরুদ্দিন ববি জানান, “এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো খবর। তাই এবার আইএসএল (ISL) খেলতে আর কোনও অসুবিধা নেই।”

প্রসঙ্গত, গত মরশুমে আই লিগ (I-League) চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলার ছাড়পত্র পেয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল দল। কিন্তু সঠিক সময়মতো ইনভেস্টর না পাওয়ার ফলে, আইএসএল খেলা নিয়ে কার্যত ধোঁয়াশা তৈরি হয়েছিল সাদাকালো ব্রিগেডের অন্দরে। সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল উদ্বেগ।

মূলত, আর্থিক সমস্যা বেশ গুরুতর জায়গাতেই পৌঁছে যায়। উল্লেখ্য, এতদিন পর্যন্ত ইনভেস্টর হিসেবে বাঙ্কারহিল গ্রুপ মহামেডানকে আর্থিক সাহায্য করে আসছিল। তবে আইএসএল খেলার জন্য সেই অর্থ একদমই যথেষ্ট ছিল না। সেইজন্য খোদ বাঙ্কারহিল (Bankarhil) কর্তা দীপক সিং নিজেই ইনভেস্টর খুঁজে আনার দায়িত্ব নেন।

সেইসঙ্গে, নতুন ইনভেস্টরের জন্য চেষ্টা চালাতে থাকেন মহামেডান কর্তারাও। শেষপর্যন্ত, শ্রাচী স্পোর্টস রাজি হল। এই সংস্থাটি ইতিমধ্যেই আইএফএর (IFA) কমার্শিয়াল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। ফলে, বলা যেতেই পারে আইএসএল খেলার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না মহামেডানের সামনে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari