ন'য়ের দশকে লাল-হলুদ শিবিরের ভরসা ছিলেন, ইলিয়াস পাশার প্রয়াণে শোকাহত ময়দান

Published : Jan 22, 2026, 07:16 PM IST
Ilyas Pasha

সংক্ষিপ্ত

Ilyas Pasha: ন'য়ের দশকে ইস্টবেঙ্গলের (East Bengal FC) রাইট ব্যাক হিসেবে খেলতেন ইলিয়াস পাশা। তিনি লাল-হলুদের প্রতি অনুগত ছিলেন। এই কারণে সদস্য-সমর্থক, কর্মকর্তাদের প্রিয় ফুটবলার ছিলেন পাশা। তাঁর প্রয়াণের খবর পেয়ে সবাই শোকাহত।

DID YOU KNOW ?
একই দিনে প্রয়াণ
ইস্টবেঙ্গলের দুই প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিক ও ইলিয়াস পাশা একই দিনে প্রয়াত হলেন।

Ilyas Pasha Demise: ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal FC) দুই কিংবদন্তি ফুটবলারের প্রয়াণ দিবস এক হয়ে গেল। ২০২২ সালের ২২ জানুয়ারি প্রয়াত হন প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক (Subhash Bhowmick)। ঠিক চার বছর পর একই দিনে প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার ইলিয়াস পাশা। বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই প্রাক্তন ফুটবলারের বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর শরীরে মারণরোগ ক্যান্সার (Cancer) থাবা বসিয়েছিল বলে জানা গিয়েছে। সেই রোগেই তাঁর জীবনের গতি থেমে গেল। এই প্রাক্তন ফুটবলারের স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে বর্তমান। পাশার প্রয়াণে লাল-হলুদ শিবিরে শোকের ছায়া। তাঁর সতীর্থরা শোকপ্রকাশ করছেন। যাঁরা পাশার খেলা দেখেছেন, তাঁরাও এই খবর পেয়ে শোকাহত।

মহামেডান স্পোর্টিং থেকে ইস্টবেঙ্গলে

বেঙ্গালুরুর (Bengaluru) বাসিন্দা পাশা নিজের শহরেই খেলা শুরু করেন। তারপর তিনি কলকাতায় পা রাখেন। গড়ের মাঠে তাঁর প্রথম ক্লাব ছিল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। ১৯৯০ সালে ইস্টবেঙ্গলে যোগ দেন পাশা। তিনি ১৭ নম্বর জার্সি পরে খেলতেন। তিনি রক্ষণ সামলানোর পাশাপাশি ওভারল্যাপেও যেতেন। ঠান্ডা মাথার ফুটবলার ছিলেন তিনি। অন্য ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও তিনি ইস্টবেঙ্গল ছাড়েননি। এই কারণে লাল-হলুদ জনতার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন পাশা। এখনও ইস্টবেঙ্গলের সব ম্যাচেই গ্যালারিতে এক সমর্থককে পাশার নাম লেখা ১৭ নম্বর জার্সি পরে মশাল হাতে দেখা যায়।

আর্থিক সমস্যায় ছিলেন পাশা

২০১২ সালে হঠাৎ শোনা যায়, আর্থিক সমস্যায় বেঙ্গালুরুতে অটো রিকশা চালাচ্ছেন পাশা। এই খবর পেয়ে তাঁর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ইস্টবেঙ্গল ক্লাব। সেবার ক্লাবের প্রতিষ্ঠা দিবসে এই প্রাক্তন ফুটবলারকে কলকাতায় এনে ১০ লক্ষ টাকা দেওয়া হয়। এই সম্মান পেয়ে খুশি হন পাশা। কিন্তু তাঁর শেষ জীবন সুখের হল না। তাঁর প্রয়াণের খবর পেয়ে বেঙ্গালুরুতে বাড়িতে যান ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির সদস্য দীপ্তেন বসু। পাশার সতীর্থ সার্ভানন, টমাস ও ফিরোজও শ্রদ্ধা জানাতে যান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৭
ইস্টবেঙ্গলের হয়ে ১৭ নম্বর জার্সি পরে খেলতেন ইলিয়াস পাশা।
ইস্টবেঙ্গলের প্রাক্তন রাইট ব্যাক ইলিয়াস পাশা ১৭ নম্বর জার্সি পরে খেলতেন। তিনি অত্যন্ত জনপ্রিয় ফুটবলার ছিলেন।
Read more Articles on
click me!

Recommended Stories

UCL 2026: জমে গেছে চ্যাম্পিয়ন্স লিগ, দুরন্ত জয় রিয়াল এবং আর্সেনালের! পরাজয় সিটির
সন্তোষ ট্রফি ২০২৫-২৬: প্রথম ম্যাচেই ছন্দে বাংলা, নাগাল্যান্ডের বিরুদ্ধে বড় জয়