
Sunil Chhetri: জাতীয় দলের প্রধান স্ট্রাইকার তিনিই। ৪২ বছর বয়সেও দেশের ফুটবলে তাঁর অবদান অনস্বীকার্য (sunil chhetri latest news)। যদিও থালিদ জামিল কোচ হয়ে আসার পর, সুনীলের বিকল্প খোঁজা শুরু করে দিয়েছেন। বেশ কিছু ম্যাচে, সুনীলকে দলে রাখেননি তিনি (sunil chhetri news retirement)।
এমনকি, আসন্ন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও প্রাথমিক দলে রাখা হয়নি সুনীল ছেত্রীকে। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই, সুনীল ছেত্রী এবার জাতীয় দলের জার্সিতে অবসর ঘোষণা করলেন।
উল্লেখ্য, গত ২০২৪ সালের জুন মাসে, সুনীল ছেত্রী কলকাতা থেকে অবসর নেওয়ার পর, মানোলো মারকুয়েজ আবার তাঁকে অবসর ভাঙিয়ে দলে নিয়ে আসেন। কিন্তু আর নয়। এবার সুনীল অবসর নিচ্ছেন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল ছেত্রী জানিয়েছেন, “আমরা যদি এবারের আইএসএল জিততে পারি, তাহলে হয়ত আমি ফের দেশের জার্সিতে খেলার সুযোগ পাবো। ৪২ বছর বয়সে মোটেই এটা সহজ নয়। আমি এই মরশুমে কম করে হলেও ১৫টা গোল করে অবসর নিতে চাই।"
অর্থাৎ, একটি বিষয় পরিষ্কার যে, চলতি মরশুমেই তিনি সব ধরনের ফুটবল থেকে অবসর নিতে পারেন। তবে এই বিষয়ে অনেককিছু নির্ভর করছে তাঁর আইএসএল-এর ক্লাব বেঙ্গালুরু এফসির উপর।
সুনীলের কথায়, “খালিদ স্যারকে আমার সিদ্ধান্তের বিষয় জানানোটা অনেক সহজ বিষয়। আমি যখন দেশের জার্সিতে কামব্যাক করি, তখন আমার একমাত্র লক্ষ্য ছিল, দেশকে কোয়ালিফাই করানো। তবে কোনও কোয়ালিফায়ার ম্যাচ এখন নেই। তাই আমি হয়ত আর ফিরব না। আমি যখন কোচকে এই কথাটা বলি, উনি তখন সবটা বুঝেছেন এবং এই বিষয়ে আমি খুশি।"
অর্থাৎ, এবার সুনীল অবসর নিচ্ছেন। তাহলে ২০২৬ সালে ক্লাব ফুটবলকেও বিদায় জানাবেন তিনি? উত্তর দেবে সময়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।