FIFA Peace Prize: আসন্ন বিশ্বকাপে ফিফার নতুন পদক্ষেপ, ২০২৬ সালে দেওয়া হবে শান্তি পুরস্কার

Published : Nov 07, 2025, 10:14 AM IST
FIFA Peace Prize: আসন্ন বিশ্বকাপে ফিফার নতুন পদক্ষেপ, ২০২৬ সালে দেওয়া হবে শান্তি পুরস্কার

সংক্ষিপ্ত

FIFA Peace Prize: আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকেই ফিফা একটি নতুন শান্তি পুরস্কার চালু করতে চলেছে। আগামী মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে চলা ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনাল ড্র-তে এই পুরস্কার দেওয়া হবে। 

FIFA Peace Prize: আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকেই ফিফা একটি নতুন শান্তি পুরস্কার চালু করতে চলেছে (2026 world cup draw rules)। আগামী মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে চলা ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনাল ড্র-তে এই পুরস্কার দেওয়া হবে (FIFA World Cup 2026)। মায়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঞ্চে উপস্থিত থাকার সময় তিনি এই ঘোষণা করেন। 

ফিফার গভর্নিং বডি এই কথা জানিয়েছে

জানা যাচ্ছে, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইনফান্তিনো আবার ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু। ফিফা শান্তি পুরস্কার নামের এই অ্যাওয়ার্ডটি শান্তির জন্য অসাধারণ কাজকে স্বীকৃতি দেবে বলে বুধবার ফিফার গভর্নিং বডি জানিয়েছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই প্রসঙ্গে বলেন, "এই অস্থির এবং বিভাজিত বিশ্বে যারা সংঘাতের অবসান ও শান্তির জন্য কাজ করছেন, তাদের কাজকে স্বীকৃতি দেওয়া অপরিহার্য একটা বিষয়।" ইনফান্তিনো এই বছর যে পুরস্কারটি দিচ্ছেন, সেটি প্রতি বছর বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের জন্য আয়োজন করা হবে বলেও ফিফা জানিয়ে দিয়েছে।

ট্রাম্প-ফিফা সম্পর্কের আরেকটি উল্লেখযোগ্য ইঙ্গিত?

গত মাসে ঘোষিত নোবেল শান্তি পুরস্কার ট্রাম্প না পাওয়ায় তা বিশ্বজুড়ে আলোচনার একটি বিষয় ছিল।অপরদিকে, ২০২৬ সালে বিশ্বকাপের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ থেকে ১০০ মিলিয়ন ডলারের একটি শিক্ষা প্রকল্পের জন্য তৈরি বোর্ডে, ট্রাম্পের মেয়ে ইভাঙ্কাকে নিয়োগ করাটাও ট্রাম্প-ফিফা সম্পর্কের আরেকটি উল্লেখযোগ্য ইঙ্গিত।

তবে একটি বিষয় নিশ্চিত যে, আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকেই ফিফা একটি নতুন শান্তি পুরস্কার চালু করতে চলেছে। আগামী মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে চলা ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনাল ড্র-তে এই পুরস্কার দেওয়া হবে। মায়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঞ্চে উপস্থিত থাকার সময় তিনি এই ঘোষণা করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?