
Super Cup 2025: সুপার কাপ শুরু হচ্ছে আগামী ২৫ অক্টোবর থেকে (super cup 2025)। এই বছর গোয়ায় বসতে চলেছে এই মেগা টুর্নামেন্টের আসর এবং চলবে ২২ নভেম্বর পর্যন্ত। এবার সামনে চলে এল সুপার কাপের সময়সূচি। গ্রুপ এ-তে কলকাতার দুই প্রধান, মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সঙ্গে একই গ্রুপে রয়েছে চেন্নাইয়ান এফসি ও রিয়াল কাশ্মীর (super cup 2025 schedule)।
মোহনবাগানের প্রথম ম্যাচ রয়েছে আগামী ২৫ অক্টোবর। সেই ম্যাচে সবুজ মেরুনের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। তারপর মোহনবাগান খেলতে নামছে, রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে আগামী ২৮ অক্টোবর।
ওদিকে ইস্টবেঙ্গলেরও প্রথম ম্যাচটি রয়েছে আগামী ২৫ অক্টোবর। সেইখেলায় তাদের প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর এফসি। তারপর আগামী ২৮ অক্টোবর, ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়ান এফসি ম্যাচ। এরপর কলকাতা ডার্বি। আগামী ৩১ অক্টোবর, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল বড় ম্যাচ।
অর্থাৎ, আগামী ৩১ অক্টোবর, চলতি মরশুমের তৃতীয় ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। এবার আসা যাক গ্রুপ বি-র কথায়। এই গ্রুপে রয়েছে এফসি গোয়া, জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এবং ইন্টার কাশী। অপরদিকে, মহামেডান স্পোর্টিং তাদের সুপার কাপ অভিযান শুরু করবে আগামী ৩০ অক্টোবর থেকে।
সেই ম্যাচে সাদাকালো ব্রিগেডের প্রতিপক্ষ হল বেঙ্গালুরু এফসি। অন্যদিকে, গ্রুপ সি-তে মহামেডান স্পোর্টিং এবং বেঙ্গালুরু এফসির সঙ্গেই রয়েছে পাঞ্জাব এফসি এবং গোকুলাম কেরালা। এদিকে ডি গ্রুপে আছে মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স, হায়দ্রাবাদ এফসি এবং রাজস্থান ইউনাইটেড।
প্রসঙ্গত, এবার আইএসএল-এর আগে সুপার কাপ হচ্ছে। সেইমতোই বৃহস্পতিবার, অনলাইন ওয়েবিনারে ড্রয়ের মাধ্যমে সুপার কাপের গ্রুপ বিন্যাস করা হয়।
২৫ অক্টোবর: মোহনবাগান বনাম চেন্নাইয়ান এফসি
২৮ অক্টোবর: মোহনবাগান বনাম রিয়াল কাশ্মীর
৩১ অক্টোবর: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল
২৫ অক্টোবর: ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর
২৮ অক্টোবর: ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়ান এফসি
৩১ অক্টোবর: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান
৩০ অক্টোবর: মহামেডান স্পোর্টিং বনাম বেঙ্গালুরু এফসি
২ নভেম্বর: মহামেডান স্পোর্টিং বনাম পাঞ্জাব এফসি
৫ নভেম্বর: মহামেডান স্পোর্টিং বনাম গোকুলাম কেরালা
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।