
Khalid Jamil: ভারতীয় ফুটবলের (Indian Football) স্বার্থে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়া নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) সঙ্গে আইএসএল-এর (Indian Super League) দলগুলির দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার ডাক দিলেন জাতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল (Khalid Jamil)। তিনি বলেছেন, ‘আমরা সবসময় দল হিসেবে প্রস্তুতি নিই। কোনও ব্যক্তির উপর নির্ভর করি না। কিন্তু তা সত্ত্বেও কিছু জায়গায় কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই আমাদের অনুশীলনে ব্যাঘাত ঘটাচ্ছে। কয়েকজন খেলোয়াড় ভাগে ভাগে অনুশীলনে যোগ দেবে। যাতে সেরা দল গঠন করা যায়, আমরা সেই চেষ্টাই করছি। দীর্ঘমেয়াদী ভিত্তিতে এই সমস্যার সমাধান করার জন্য ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলার দায়বদ্ধতার বিষয়ে ভারসাম্য বজায় রাখা জরুরি বলেই আমি বিশ্বাস করি।’
মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ও এফসি গোয়া (FC Goa) এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু (AFC Champions League Two) খেলছে। ফলে এই দুই দলের কোনও ফুটবলারকে জাতীয় দলে ডাকেননি খালিদ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মোহনবাগান ও এফসি গোয়া প্রথম থেকেই তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিল। ওদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তার প্রতি আমরা শ্রদ্ধাশীল। সেই অনুযায়ী পরিকল্পনা করছি। ভবিষ্যতে আশা করি সব ক্লাবই একইরকম স্পষ্ট বার্তা দেবে। কারণ, দিনের শেষে ফুটবল হল দলগত খেলা। আমরা যদি ক্লাবগুলির কাছ থেকে স্পষ্ট বার্তা পেয়ে যাই, তাহলে কোন খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা করতে পারি, তা আগেই জেনে যাব।’
আগামী মাসে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে (Asian Cup qualifiers) সিঙ্গাপুরের (Singapore) বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই ম্যাচের জন্য ২০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে (October) জাতীয় শিবির শুরু হয়েছে। ৩০ জন ফুটবলারকে জাতীয় শিবিরে ডেকেছিলেন খালিদ। কিন্তু এখনও পর্যন্ত যোগ দিয়েছেন মাত্র ১৮ জন ফুটবলার। অনেকেই দেরিতে জাতীয় শিবিরে যোগ দেওয়ায় প্রস্তুতি ব্যাহত হচ্ছে। সেই কারণেই ক্লাবগুলির কাছ থেকে স্পষ্ট বার্তা দিলেন খালিদ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।