সুপার কাপ ২০২৫: ইস্টবেঙ্গল-মোহনবাগান একই গ্রুপে, ডুরান্ড কাপের পর ফের কলকাতা ডার্বি

Published : Sep 25, 2025, 05:21 PM IST
Kolkata Derby

সংক্ষিপ্ত

AIFF Super Cup 2025-26: ভারতীয় ফুটবলে (Indian Football) অনিশ্চয়তার মেঘ কেটে গিয়ে ফের স্বাভাবিক পরিবেশ ফিরছে। আইএসএল-এর (Indian Super League) সূচি এখনও ঘোষণা করা না হলেও, সুপার কাপের প্রস্তুতি তুঙ্গে।

DID YOU KNOW ?
ফের কলকাতা ডার্বি
৩১ অক্টোবর চলতি মরসুমে সর্বভারতীয় টুর্নামেন্টে দ্বিতীয়বার কলকাতা ডার্বি হতে চলেছে। ডুরান্ড কাপে কলকাতা ডার্বিতে জয় পেয়েছে ইস্টবেঙ্গল।

Kolkata Derby: আগামী মাসে ফের কলকাতা ডার্বি। বৃহস্পতিবার সুপার কাপের (AIFF Super Cup 2025-26) গ্রুপবিন্যাস ও সূচি ঘোষণা করা হল। এবারের সুপার কাপ হতে চলেছে গোয়ায় (Goa)। কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্ট আছে গ্রুপ এ-তে। ৩১ অক্টোবর এই দুই দলের লড়াই হতে চলেছে। গ্রুপ এ-তে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে আছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) ও রিয়াল কাশ্মীর এফসি (Real Kashmir FC)। ডুরান্ড কাপ (Durand Cup 2025) কোয়ার্টার-ফাইনালে কলকাতা ডার্বিতে সবুজ-মেরুনকে টেক্কা দিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। এবার ফের কলকাতা ডার্বি হতে চলেছে। এবার ডুরান্ড কাপে হারের বদলা নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। দুই দলের সমর্থকরা এখন থেকেই সুপার কাপে কলকাতা ডার্বির কথা ভেবে উত্তেজিত হয়ে উঠছেন।

খেলছে মহামেডান স্পোর্টিং

কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club) সুপার কাপে খেলবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবার এই টুর্নামেন্টের গ্রুপবিন্যাসে স্পষ্ট হয়ে গেল, খেলছে সাদা-কালো ব্রিগেড। গ্রুপ সি-তে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC), পাঞ্জাব এফসি (Punjab FC) ও গোকুলাম কেরালার (Gokulam Kerala) সঙ্গে আছে মহামেডান স্পোর্টিং ক্লাব। গ্রুপ বি-তে আছে এফসি গোয়া (FC Goa), জামশেদপুর এফসি (Jamshedpur FC), নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC) ও ইন্টার কাশী (Inter Kashi)। গ্রুপ ডি-তে আছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC), কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters), হায়দরাবাদ এফসি (Hyderabad FC) ও রাজস্থান ইউনাইটেড এফসি (Rajasthan United FC)।

কবে মাঠে নামছে কলকাতার দুই প্রধান?

২৫ অক্টোবর শুরু হচ্ছে সুপার কাপ। প্রথম দিনই মাঠে নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর দুই প্রধানেরই দ্বিতীয় ম্যাচ ২৮ অক্টোবর। তারপর ৩১ অক্টোবর মহারণ। প্রাথমিকভাবে গ্রুপের শীর্ষে থাকার লক্ষ্যেই খেলতে নামছে কলকাতার দুই প্রধান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩১
৩১ অক্টোবর গোয়ায় সুপার কাপে হতে চলেছে কলকাতা ডার্বি
সুপার কাপে একই গ্রুপে আছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। ৩১ অক্টোবর কলকাতা ডার্বি।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল