
Ranjan Bhattacherjee: দুঃখপ্রকাশ করেও রেহাই পাওয়া গেল না। চলতি কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League 2025) সূচি নিয়ে প্রকাশ্যে আইএফএ-র সমালোচনা করার জন্য দুই ম্যাচে নির্বাসিত হলেন নিউ আলিপুর সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য। তিনি আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটির কাছে দুঃখপ্রকাশ করেছেন। কিন্তু তাতে সন্তুষ্ট হল না আইএফএ। শুক্রবার বাংলার ফুটবলের নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রঞ্জনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে আইএফএ-র বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য তাঁকে সারা মরসুমের জন্য নির্বাসিত করা হতে পারে। সুরুচি সংঘের কোচ অবশ্য জানিয়েছেন, তিনি উত্তেজনার বশে আইএফএ-র বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছিলেন। আইএফএ-র বদনাম করার ইচ্ছা ছিল না। কিন্তু এরপরেও তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল আইএফএ।
নিউ আলিপুর সুরুচি সংঘ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব হিসেবে পরিচিত। কিছুদিন আগে ক্রীড়ামন্ত্রীও কলকাতা লিগের ম্যাচ বিভিন্ন জেলার স্টেডিয়ামে আয়োজন করা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। তিনি আইএফএ সচিব অনির্বাণ দত্তকে অনুরোধ করেছিলেন, গড়ের মাঠেই কলকাতা লিগের ম্যাচ আয়োজন করা হোক। সেই অনুরোধ মানেনি বা মানতে পারেনি আইএফএ। এরই মধ্যে ক্রীড়ামন্ত্রীর ক্লাবের কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল।
ক্যালকাটা কাস্টমস ক্লাবের বিরুদ্ধে ম্যাচের পর রঞ্জন বলেছিলেন, 'বাকিরা সবাই সাতটা করে ম্যাচ খেলে ফেলল, আর আমরা ৬ নম্বর ম্যাচ খেললাম। আমাদের ছন্দটাকে নষ্ট করে দেওয়ার জন্য পিছনে পড়ে রয়েছে আইএফএ। আমাকে বোঝানো হোক, কেন বাকিরা সাতটা ম্যাচ খেললেও আমরা কম খেললাম। আমাদের ছন্দ নষ্ট করার জন্য আইএফএ চক্রান্ত করছে এটা পরিষ্কার।' এই মন্তব্যের জন্যই নির্বাসিত হলেন সুরুচি সংঘের কোচ। ক্রীড়ামন্ত্রী ভাই স্বরূপ বিশ্বাস তাঁদের ক্লাবের কোচের পাশে দাঁড়িয়েছেন। তবে তাতে কোনও লাভ হয়নি। প্রকাশ্যে ক্ষমা না চাইলে রঞ্জনের জন্য আরও শাস্তি অপেক্ষা করে আছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।