
Calcutta Football League 2025: কলকাতা ফুটবল লিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল (East Bengal FC)। শুক্রবার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ১-০ হারিয়ে দিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোল করেন গুইতে ভ্যানলালপেকা। এদিন ইস্টবেঙ্গলের প্রথম একাদশে একাধিক বদল করা হয়। জয়ে ফেরার লক্ষ্যে মূল দলের কয়েকজন ফুটবলারকে মাঠে নামানো হয়। অভিজ্ঞ গোলকিপার দেবজিৎ মজুমদার, তরুণ উইঙ্গার এডমুন্ড লালরিনডিকা, তরুণ ডিফেন্ডার মার্তণ্ড রায়না, অভিজ্ঞ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী, তরুণ উইঙ্গার সায়ন বন্দ্যোপাধ্যায়কে প্রথম একাদশে রাখেন বিনো জর্জ। তাঁদের সঙ্গে ছিলেন গুইতে, মহম্মদ আশিক, তন্ময় দাস, বিক্রম প্রধান, সুমন দে ও জোশেফ জাস্টিন। তা সত্ত্বেও কালীঘাটকে হারাতে যথেষ্ট বেগ পেল লাল-হলুদ ব্রিগেড। প্রথমার্ধে গোল না হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছিল। শেষপর্যন্ত ৫৫ মিনিটে রাইট উইং থেকে আশিকের মাইনাস ধরে বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করেন গুইতে।
কলকাতা ফুটবল লিগে সফলতম ক্লাব ইস্টবেঙ্গল। গতবারের লিগের চ্যাম্পিয়নশিপ এখনও নির্ধারিত না হলেও, বাকি দলগুলির চেয়ে অনেক এগিয়ে ইস্টবেঙ্গল। এবার অবশ্য শুরুতেই পরপর ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে লাল-হলুদ ব্রিগেড। তবে শুক্রবারের জয় সুপার সিক্সের আশা বাঁচিয়ে রেখেছে। কলকাতা ফুটবল লিগের অন্যতম আকর্ষণ ইস্টবেঙ্গল। এই দল সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে না পারলে কলকাতা ফুটবল লিগের আকর্ষণ কমে যাবে।
গত কয়েক মরসুম ধরে কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের আক্রমণের অন্যতম ভরসা জেসিন টি কে। এবারের কলকাতা ফুটবল লিগের শুরুতেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছিলেন জেসিন। কিন্তু তারপর থেকে তিনি চোটের জন্য মাঠের বাইরে। ফলে সমস্যায় পড়ে গিয়েছে ইস্টবেঙ্গল। গোল করার মতো ফুটবলারের অভাব দেখা যাচ্ছে। শুক্রবারও সেই অভাব দেখা গেল। জয় এলেও এই চিন্তা রয়েই গেল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।