ময়দানকে রাজনীতি মুক্ত করার ডাক দিয়ে 'সরকারকে লাল কার্ড' দেখালেন প্রতিবাদী তিন প্রধানের সমর্থকরা

ময়দানকে রাজনীতি মুক্ত করার ডাক দিয়ে প্রতিবাদ কর্মসূচি তিন প্রধানের সমর্থকদের।

Subhankar Das | Published : Nov 12, 2024 4:46 PM / Updated: Nov 13 2024, 03:12 AM IST
110
ময়দানে গোষ্ঠ পালের মূর্তির সামনে চলছে প্রতিবাদ কর্মসূচি

হাজির মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান সমর্থকরা।

210
এবার যেন ক্লাব কর্তা বনাম সমর্থকদের লড়াই! কিন্তু কেন?

কারণ, নৈহাটির উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনৎ দে-র প্রশংসা করে একটি ভিডিও বার্তা দিয়েছেন কলকাতার তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। 

310
সেই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরেই শুরু হয় বিতর্ক

ক্লাব রাজনীতি কিংবা ক্লাবের নানান কমিটিতে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এর আগেও যুক্ত ছিলেন। কিন্তু একজন প্রার্থীর সমর্থনে সরাসরি ফুটবল ক্লাবের কর্তারা মুখ খুলছেন, এইরকম উদাহরণ প্রায় নেই বললেই চলে।

410
তাই এবার ক্লাব কর্তাদের রাজনীতিতে জড়িয়ে পড়ার প্রতিবাদে রাস্তায় নামলেন তিন প্রধানের সমর্থকরা

মঙ্গলবার দুপুরে, ময়দানে গোষ্ঠ পালের মূর্তির সামনে একটি জমায়েতের ডাক দেয় তিন প্রধানের সমর্থকদের নিয়ে গঠিত যৌথ মঞ্চ ‘তিলোত্তমার পাশে ময়দান’। 

510
সমর্থকদের দাবি কী?

তাদের কথায়, “ক্লাবের কর্তারা কেন রাজনীতির কথা বলবেন? কেন তারা নির্দিষ্ট একটি দলের একজন প্রার্থীর গুণগান করবেন?” তাই রাজনীতিমুক্ত ময়দান গড়ার দাবি নিয়েই এদিন প্রতীবাদে নামলেন তারা। 

610
এদিন কার্যত, পোস্টার এবং ব্যানার হাতে প্রতিবাদে নামেন তারা

একটি ব্যানারে লেখা ছিল, “তিন প্রধানের এক স্বর, জাস্টিস ফর আরজি কর।" অপর একটি ব্যানারে দেখা গেল, “আমাদের শপথ, গড়ে তুলব রাজনীতি মুক্ত ময়দান।" 

710
সরকারকে লাল কার্ড দেখালেন প্রতিবাদীরা

প্রতিবাদ মঞ্চ থেকে হুঙ্কার ময়দানি জনতার।

810
হাতে ছিল প্রিয় দলের পতাকা

আর মুখে স্লোগান। 

910
তাদের প্রত্যেকেরই একটা বক্তব্য

কেন ক্লাব কর্তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী প্রচার করবেন?

1010
সেইসঙ্গে, তারা বিচারের দাবিও তোলেন

সবমিলিয়ে, ফের একবার ময়দান দেখল প্রতিবাদ। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos