UCL Quarter-Final: অপ্রতিরোধ্য বার্সেলোনা, ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে উড়িয়ে বিরাট জয়

Published : Apr 10, 2025, 02:53 PM ISTUpdated : Apr 10, 2025, 04:45 PM IST
BARCELONA

সংক্ষিপ্ত

UCL Quarter-Final: অপ্রতিরোধ্য বার্সেলোনা (Barcelona)। থামছে না তাদের জয়রথ।

UCL Quarter-Final: স্পেনের আরেক ক্লাব রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League 2025) থেকে কার্যত, ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই দুরন্ত গতিতে এগিয়ে চলেছে বার্সেলোনা।

বুধবার রাতে, নিজেদের ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডকে (Borussia Dortmund) গোলের মালা পরাল তারা। ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জয় হাসিল করল বার্সেলোনা। সবথেকে উল্লেখযোগ্যও বিষয় হল, পুরনো ক্লাবের বিরুদ্ধে জোড়া গোল করে নায়ক বনে গেলেন রবার্ট লেভানোদস্কি। সঙ্গে সেমিফাইনালের লড়াইতে পাকা করলেন নিজেদের জায়গা (Barcelona vs Borussia Dortmund)।

প্রসঙ্গত, গত ২০১৯ সালের পর, আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের খুব কাছে বার্সেলোনা। এখনও অবধি টানা ২৩টি ম্যাচে অপরাজিত রয়েছে তারা। এদিনের ম্যাচে প্রথমেই বার্সেলোনাকে এগিয়ে দেন র‍্যাফিনহা। আর সেই গোলের সুবাদে প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধান নিয়েই (Barcelona vs Borussia Dortmund Live Score)।

তবে দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী ফুটবল দকেহা যায় ম্যাচে। একের পর এক আক্রমণ শানাতে থাকেন লামিনে ইয়ামালরা। গোটা ম্যাচে লেভানোদস্কি ভালো ফর্মে ছিলেন। এদিন দুটি গোল করেন তিনি। পরিসংখ্যান বলছে, বার্সেলোনার জার্সিতে মোট ৯৯টি গোল হয়ে গেল তাঁর (Barcelona vs Borussia Dortmund Highlights)।

আর খেলার শেষ গোলটি করেন লামিনে ইয়ামাল। তবে জয়ের পর বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বেশ সাবধানী। তাঁর কথায়, “আমরা ভালো খেলেছি এটা ঠিক। কিন্তু এখনও আমাদের একটা ম্যাচ বাকি। সবসময় ছেলেরা নিজেদের মতো করে ফুটবলটা খেলতে চায়। আর জয়ই আমাদের মূলমন্ত্র এবং আমাদের একমাত্র লক্ষ্য। তাই কী হবে, আগে থেকে কিছু বলা যায় না। তাছাড়া আমরা এখনও সেমিফাইনালে উঠিনি। আগামী সপ্তাহেও আমাদের এই খেলাটা ধরে রাখতে হবে এবং এইরকমই ভালো খেলতে হবে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?