ISL Final Tickets Update: এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে আইএসএল ফাইনাল (ISL 2024-25 Final)। আর সেই ম্যাচের টিকিট কবে থেকে ছাড়বে? তা নিয়েই জল্পনা তুঙ্গে।
ISL Final Tickets Update: আইএসএল ফাইনালের দুই দল চূড়ান্ত একদিকে মোহনবাগান (Mohun Bagan) এবং অন্যদিকে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী ১২ এপ্রিল, শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিট মুখোমুখি হবে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (Mohun Bagan vs Bengaluru FC)।
কার্যত, সল্টলেক স্টেডিয়ামে যেন ফুটবলের মহারণ। কিন্তু সবুজ মেরুন সমর্থকদের মনে প্রশ্ন, টিকিট পাওয়া যাবে কবে থেকে? সূত্রের খবর, বুধবার দুপুর বা বিকেল থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে যাওয়ার কথা। কারণ, সেই টিকিট যারা কাটবেন, তারপর তাদের সেই টিকিট রিডিম করার বিষয়টিও আছে (ISL Final Ticket Updates)।
শোনা যাচ্ছে, বুধবার দুপুরের পর অথবা বিকেল থেকেই আইএসএল ফাইনালের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা। জানা যাচ্ছে, এদিন বিকেল ৪টে থেকে ফাইনাল ম্যাচের টিকিট কাটতে পারবেন দর্শকরা।
অর্থাৎ, বিকেল ৪টের সময় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম বুক মাই শো-তে গিয়েই টিকিট পারবেন ফুটবলপ্রেমী জনতা। অন্যদিকে, এফসি গোয়াকে হারিয়ে ফাইনাল খেলতে নামছেন সুনীলরা। সেমিফাইনালের দুটি লেগ মিলিয়ে এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসির মধ্যে গোলের ব্যবধান ছিল ৩-২। সেটা ছিল বেঙ্গালুরুর পক্ষে। তাই তারা ফাইনালে পৌঁছে যায়।
অপরদিকে, মোহনবাগান প্রথম লেগে জামশেদপুর এফসির বিরুদ্ধে ২-১ গোলে পরাজিত হয়। কিন্তু দ্বিতীয় লেগে ঘরের মাঠে বাজিমাৎ করে সবুজ মেরুন ব্রিগেড। সেই ম্যাচে প্রথম গোলটি করেন জেসন কামিংস (Jason Cummings)। আর দ্বিতীয় গোলটি করেন আপুইয়া (Apuia Ralte)। সেদিন কার্যত, ম্যাজিক দেখান এই মিজো ফুটবলার।স্কিল এবং জাদু দিয়ে করলেন অনবদ্য এক গোল করেন তিনি। ডান পায়ের জোরালো শট জামশেদপুরের গোলরক্ষককে পরাস্ত করে সোজা জালে জড়িয়ে যায়। সেই জয়সূচক গোলেই ফাইনালে ওঠে বাগান শিবির।
আর এবার এই দুই যুযুধান প্রতিপক্ষের মধ্যে খেলা। বলা চলে, আইএসএল-এর সেরা দুই দলের মধ্যে হাইভোল্টেজ ফাইনাল। মোহনবাগান অবশ্য ইতিমধ্যেই আইএসএল শিল্ড জিতে নিয়েছে। কিন্তু দলের কোচ মোলিনা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাদের লক্ষ্য এবার আইএসএল ট্রফি। উল্টোদিকে সুনীলরাও ছাড়বার পাত্র নন। নিঃসন্দেহে দুর্দান্ত ফুটবল অপেক্ষা করে আছে। আর এবার সেই ফাইনাল ম্যাচের টিকিট নিয়েই বড় আপডেট চলে এল। ৯ এপ্রিল, বুধবার বিকেল ৪টে থেকেই অনলাইনে কাটা যাবে আইএসএল ফাইনাল ম্যাচের টিকিট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।