UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় বার্সেলোনা, ম্যান সিটির, হার পিএসজি-র

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি এবারও ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। স্পেনের বিখ্যাত ক্লাব বার্সেলোনাও এবারের মরসুমের শুরুটা ভালো করেছে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্যায়ের দ্বিতীয় ম্যাচে এফসি পোর্তোকে ১-০ হারিয়ে দিল বার্সেলোনা। শেষমুহূর্তে লাল কার্ড দেখেন গাভি। ফলে ১০ জনে ম্যাচ শেষ করে বার্সা। তবে তাতেও জয় আটকায়নি। আর বি লিপজিগকে ৩-১ উড়িয়ে দিল গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। এসি মিলানের সঙ্গে গোলশূন্যভাবে খেলা শেষ করল বরুশিয়া ডর্টমুন্ড। প্যারিস সাঁ-জা-কে ৪-১ উড়িয়ে দিল নিউক্যাসল ইউনাইটেড। সেল্টিককে ২-১ গোলে হারিয়ে দিল লাজিও। ফেয়েনুর্ডকে ৩-২ গোলে হারিয়ে দিল অ্যাটলেটিকো ডে মাদ্রিদ। অ্যান্টউইর্পকে ৩-২ গোলে হারিয়ে দিল শাখতার দোনেৎসক। ক্রেভেনা জেভেজদার সঙ্গে ২-২ ড্র করল ইয়াং বয়েজ।

প্রথম ম্যাচে অ্যান্টউইর্পকে ৫-০ উড়িয়ে দেয় বার্সা। তবে দ্বিতীয় ম্যাচে পোর্তোর বিরুদ্ধে জয় পেতে কষ্ট করতে হল। প্রথমার্ধের সংযোজিত সময়ে গোল করেন ফেরান টোরেস। এই গোলেই জয় এল। পোর্তোর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ সব দলের কাছেই কঠিন। বার্সেলোনাও সমস্যায় পড়ে। দ্বিতীয়ার্ধে পোর্তোরই দাপট ছিল। ন্যূনতম গোলে জয় পেয়েই খুশি বার্সা। কারণ, গ্রুপের বাকি ম্যাচগুলি এতটা কঠিন হবে না।

Latest Videos

আর লিপজিগের বিরুদ্ধে অবশ্য সহজ জয় পেল ম্যান সিটি। ২৫ মিনিটে প্রথম গোল করে গতবারের চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ফিল ফডেন। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। ৪৮ মিনিটে সমতা ফেরান লইস ওপেন্দা। ৮৪ মিনিটে ম্যান সিটিকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। এরপর সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান জেরেমি ডকু। গতবারের চ্যাম্পিয়নরা এবারও যথেষ্ট শক্তিশালী। পরপর ২ বার ইউরোপের সেরা ক্লাব হওয়ার দাবিদার পেপ গুয়ার্দিওলার দল।

কিলিয়ান এমবাপে, কোলো মুয়ানি-সমৃদ্ধ পিএসজি-র বিরুদ্ধে চমক দিল নিউক্যাসল। ১৭ মিনিটে প্রথম গোল করে নিউক্যাসলকে এগিয়ে দেন মিগুয়েল অ্যালমিরন। ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান ড্যান বার্ন। ৫০ মিনিটে ইংল্যান্ডের দলটির হয়ে তৃতীয় গোল করেন শন লংস্টাফ। ৫৬ মিনিটে পিএসজি-র হয়ে ব্যবধান কমান লুকাস হার্নান্ডেজ। সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান ফ্যাবিয়ান স্কার।

অ্যাটলেটিকো-ফেয়েনুর্ড ম্যাচে দারুণ লড়াই হয়। ৭ মিনিটে মারিও হারমোসোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফেয়েনুর্ড। ১২ মিনিটে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান আলভারো মোরাতা। ৩৪ মিনিটে ফেয়েনুর্ডকে ফের এগিয়ে দেন ডেভিড হ্যানকো। প্রথমার্ধের শেষদিকে সমতা ফেরান আঁতোয়া গ্রিজম্যান। ৪৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন মোরাতা। এই গোল আর শোধ করতে পারেনি ফেয়েনুর্ড।

আরও পড়ুন-

UEFA Champions League: নাপোলিকে হারাল রিয়াল মাদ্রিদ, ফের হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মরসুমে প্রথম হার ম্যান সিটির

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী