সংক্ষিপ্ত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মরসুমের গ্রুপ পর্যায়ের খেলা সবে শুরু হয়েছে। শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সব দলই সাধ্যমতো লড়াই করছে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের দ্বিতীয় ম্যাচে নাপোলিকে ৩-২ গোলে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। গ্রুপের প্রথম ২ ম্যাচেই হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে গালাতাসারের বিরুদ্ধে ম্যান ইউয়ের হার ২-৩ গোলে। বেনফিকাকে ১-০ হারিয়ে দিল ইন্টার মিলান। কোপেনহেগেনের বিরুদ্ধে ২-১ জয় পেল বায়ার্ন মিউনিখ। লেন্সের বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেল আর্সেনাল। পিএসভি আইন্ডহোভেন ও সেভিয়ার ম্যাচ ২-২ ড্র হল। ব্রাগার কাছে ২-৩ গোলে হেরে গেল ইউনিয়ন বার্লিন। আর বি স্যালজবার্গকে ২-০ হারিয়ে দিল রিয়াল সোসিয়েদাদ। পরপর ২ ম্যাচ হেরে চাপে পড়ে গেল ম্যান ইউ। এরিক টেন হ্যাগের দলের পক্ষে গ্রুপ টপকানো কঠিন হয়ে গেল।

নাপোলির বিরুদ্ধে জয় পেতে রিয়ালকে বেশ পরিশ্রম করতে হল। ১৯ মিনিটে প্রথম গোল করে ইটালির দলটিকে এগিয়ে দেন লিও স্কিরি অস্টিগার্ড। ২৭ মিনিটে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। ৩৪ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম। তবে ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নাপোলিকে সমতায় ফেরান পিওতর জিয়েলিনস্কি। কিন্তু ৭৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন অ্যালেক্স মেরেট। 

কোপেনহেগেনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে প্রত্যাবর্তন ঘটাল বায়ার্ন মিউনিখ। ৫৫ মিনিটে প্রথম গোল করে কোপেনহেগেনকে এগিয়ে দেন লুকাস লেরাগার। ৬৭ মিনিটে সমতা ফেরান জামাল মুসিয়ালা। ৮৩ মিনিটে জয়সূচক গোল করেন ম্যাথিয়াস টেল।

বেনফিকার বিরুদ্ধে সহজ জয় পেল ইন্টার মিলান। ৬২ মিনিটে একমাত্র গোল করেন মার্কাস থুরাম।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও গালাতাসারের ম্যাচটি অত্যন্ত আকর্ষণীয় হয়। ১৭ মিনিটে প্রথম গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন র‍্যাসমাস হোয়ান্ড। তবে ২৩ মিনিটেই সমতা ফেরান উইলফ্রেড জাহা। ৬৭ মিনিটে ফের গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন র‍্যাসমাস। ৭১ মিনিটে সমতা ফেরান মহম্মদ করিম আকতুরকোগলু। ৭৭ মিনিটে লাল কার্ড দেখেন ক্যাসেমিরো। ফলে বাকি সময়টা ১০ জনে খেলতে হয় ম্যান ইউকে। ৮১ মিনিটে গালাতাসারের হয়ে জয়সূচক গোল করেন মাওরো ইকার্ডি।

লেন্সের বিরুদ্ধে ম্যাচের ১৪ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে এগিয়ে যায় আর্সেনাল। কিন্তু তারপরেও হেরে গেল ইংল্যান্ডের ক্লাবটি। ২৫ মিনিটে লেন্সকে সমতায় ফেরান অ্যাড্রিয়েন টমাসন। ৬৯ মিনিটে জয়সূচক গোল করেন এলি ওয়াহি।

পিএসভি ও সেভিয়ার ম্যাচে দুর্দান্ত লড়াই হয়। ৪টি গোলই হয় দ্বিতীয়ার্ধে। রিয়াল সোসিয়েদাদ অবশ্য সহজ জয়ই পেল।

আরও পড়ুন-

English Premier League: ফুলহ্যামের বিরুদ্ধে ২-০ জয়, ইপিএল-এ পয়েন্ট তালিকায় ১১ নম্বরে চেলসি

Manchester United: লক্ষ্য ভারতীয় ফুটবলের উন্নতি, কলকাতায় ম্যান ইউয়ের প্রাক্তন কোচ এডুকেটর

YouTube video player