Jose Mourinho: গত দুই দশকে বিশ্ব ফুটবলের অন্যতম বিখ্যাত ও আলোচিত কোচ হোসে মরিনহো। চেলসি (Chelsea), রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়ে অসাধারণ সাফল্য পেয়েছেন মরিনহো। এবার তিনি নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন।

DID YOU
KNOW
?
বেনফিকায় হোসে মরিনহো
২০০০ সালে প্রথমবার বেনফিকার প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন হোসে মরিনহো। তিনি ফের এই ক্লাবের দায়িত্ব নিলেন।

Benfica's new manager: ঠিক ২৫ বছর আগে ২০০০ সালে প্রথমবার কোনও দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। সেই দলকে সাফল্য এনে দিতে পারেননি। ফলে অল্পদিনের মধ্যেই বিদায় নিতে হয়েছিল। এবার সেই দল বেনফিকায় (Benfica) ফিরলেন হোসে মরিনহো (Jose Mourinho)। তিনি লিসবনের (Lisbon) এই ক্লাবের সঙ্গে চুক্তি করলেন। ২০২৭ সাল পর্যন্ত বেনফিকায় থাকছেন মরিনহো। পর্তুগালের প্রাক্তন ফুটবলার রুই কোস্তা (Rui Costa) এখন বেনফিকার প্রেসিডেন্ট। তিনি বৃহস্পতিবার মরিনহোর সঙ্গে চুক্তির কথা ঘোষণা করেছেন। লিসবনে পৌঁছে গিয়েছেন মরিনহো। তিনি অনুশীলনেও যোগ দিয়েছেন। আড়াই দশক আগে বেনফিকাকে সাফল্য এনে দিতে না পারলেও, এবার সাফল্য এনে দেওয়ার লক্ষ্যে মরিনহো। তিনি নিজে পর্তুগিজ। নিজের দেশের ক্লাবের হয়ে সাফল্য পেতে চান এই বিখ্যাত কোচ।

পোর্তোর হয়ে সাফল্য মরিনহোর

বেনফিকায় ব্যর্থতার পর ২০০২ সালে এফসি পোর্তোর (FC Porto) প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়ে প্রথম সাফল্য পান মরিনহো। তিনি পর্তুগালের এই ক্লাবকে উয়েফা কাপ (UEFA Cup), উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) জেতান। এরপর চেলসির দায়িত্ব নিয়ে ৫০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League) জেতান মরিনহো। ইন্টার মিলান (Inter Milan), রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়েও দুর্দান্ত সাফল্য পান তিনি। তাঁকে নিয়ে বিশ্ব ফুটবলে সবসময় আলোচনা চলে। তিনি বেনফিকায় যোগ দেওয়ার পর নতুন আলোচনা শুরু হয়েছে।

বেনফিকা সমর্থকদের বার্তা মরিনহোর

আড়াই দশক পর দ্বিতীয়বার বেনফিকার দায়িত্ব নিয়ে প্রথম সাংবাদিক বৈঠকে মরিনহো বলেছেন, ‘আমার প্রতিশ্রুতি হল, আমি বেনফিকার জন্য বাঁচব, আমার লক্ষ্যের জন্য বাঁচব। আমি গুরুত্বপূর্ণ নই, বেনফিকা গুরুত্বপূর্ণ। বেনফিকা সমর্থকরা গুরুত্বপূর্ণ। আমি এখানে কাজ করতে এসেছি।’ সম্প্রতি সাফল্য পায়নি বেনফিকা। তবে মরিনহো দায়িত্ব নেওয়ায় সমর্থকরা আশাবাদী হয়ে উঠেছেন। তাঁদের আশ্বাস দিচ্ছেন এই বিখ্যাত কোচ। তিনি সাফল্য পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।