Barcelona vs Olympiacos: জমে উঠেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই! অলিম্পিয়াকোসকে হারাল বার্সেলোনা, আর কোন কোন দল জিতল?

Published : Oct 22, 2025, 10:18 AM IST
Barcelona vs Olympiacos: জমে উঠেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই! অলিম্পিয়াকোসকে হারাল বার্সেলোনা, আর কোন কোন দল জিতল?

সংক্ষিপ্ত

Barcelona vs Olympiacos: অলিম্পিয়াকোসকে গুঁড়িয়ে দিয়ে বড় বার্সেলোনার। বায়ার্ন লেভারকুসেনের বিরুদ্ধে গোলের বন্যা পিএসজি-র। ম্যাঞ্চেস্টার সিটি এবং আর্সেনালও নিজেদের ম্যাচে জয় পেয়েছে।

Barcelona vs Olympiacos: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বড় জয়। গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে হারিয়ে দিয়েছে বার্সা (barcelona vs olympiacos)। নিঃসন্দেহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বড় জয়। যা পরবর্তী ম্যাচে নামার আঘে আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে এই স্প্যানিশ ক্লাবের (fc barcelona vs olympiacos f.c. lineups)।

অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে হারিয়েছে বার্সেলোনা

এই ম্যাচে বার্সার হয়ে দুরন্ত হ্যাটট্রিক করেন ফেরমিন লোপেজ। তাঁর অনবদ্য পারফরম্যান্সের সুবাদেই এত বড় ওয় পেল বার্সেলোনা। তবে শুধু লোপেজ নন। এই ম্যাচে জোড়া গোল করে নায়ক হয়ে গেলেন মার্কাস র‍্যাশফোর্ডও। 

অন্যদিকে, একটি গোল এসেছে ইয়ামিন লামালের পা থেকে। এই তরুণ তারকা কার্যত, গোটা ম্যাচেই দুর্দান্ত ফুটবল ইপহার দেন। তবে অলিম্পিয়াকোসকে হারিয়ে এই জয় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বার্সেলোনার জন্য। অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে হারিয়ে যথেষ্ট সুবিধাজনক জায়গায় তারা।

অন্য আরেকটি ম্যাচে, অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে আবার ৪-০ গোলে জয় পেয়েছে ব্রিটিশ ক্লাব আর্সেনাল। এদিন আর্সেনালের হয়ে গোল করেন মাগালেস, মার্টিনেলি এবং ভিক্টর। এছাড়া ভিয়ারিয়ালের বিরুদ্ধে জয় পেয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। এই ম্যাচে সিটি ২-০ গোলে জয়ী হয়। 

পিএসজির হয়ে এদিন দুটি গোল করেন দেজায়ার দুয়ে

ম্যাঞ্চেস্টার সিটির হয়ে এই ম্যাচে গোল করেন আর্লিং হালান্ড এবং বার্নার্ডো সিলভা। অপরদিকে, বায়ার্ন লেভারকুসেনের বিরুদ্ধে ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিও কিন্তু বড় জয় পেয়েছে। এই ম্যাচে পিএসজি ৭-২ গোলে লেভারকুসেনকে পরাজিত করেছে। পিএসজির হয়ে এদিন দুটি গোল করেন দেজায়ার দুয়ে।

অন্যদিকে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নামছে রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ ইতালির ক্লাব জুভেন্টাস। এই ম্যাচটি রিয়ালের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে। ওদিকে আবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল মুখোমুখি হবে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট এফসির। 

বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ বেলজিয়ামের ক্লাব ব্রুজ। এদিকে ইংলিশ ক্লাব চেলসি খেলবে আয়াক্সের বিরুদ্ধে। টটেনহ্যাম এবং অ্যাথলেটিক ক্লাবেরও ম্যাচ রয়েছে। সবকটি ম্যাচ ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে শুরু হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?