বিশ্বকাপ ফাইনালের মঞ্চে মহিলা ফুটবলারকে চুম্বন, স্পেনের ফুটবল ফেডারেশনের কর্তার জরিমানা

Published : Feb 20, 2025, 07:21 PM ISTUpdated : Feb 20, 2025, 07:35 PM IST
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে মহিলা ফুটবলারকে চুম্বন, স্পেনের ফুটবল ফেডারেশনের কর্তার জরিমানা

সংক্ষিপ্ত

৪৭ বছর বয়সি লুইস রুবিয়ালেসকে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে তাঁকে জোরপূর্বক কর্মকাণ্ডের অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছে। যে অভিযোগে তিনি আরও তিনজন অভিযুক্তর মুখোমুখি হয়েছিলেন।

২০২৩ সালে মহিলা বিশ্বকাপ ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের দেশেরই জাতীয় দলের খেলোয়াড় জেনি এরমোসোকে বিতর্কিত চুম্বনের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (RFEF) প্রাক্তন সভাপতি লুইস রুবিয়ালেস। তাঁকে যৌন নিপীড়নের দায়ে ১০,৮০০ ইউরো জরিমানা করা হয়েছে। স্পেনের জাতীয় আদালত বৃহস্পতিবার এই রায় দিয়েছে। ৪৭ বছর বয়সি রুবিয়ালেসকে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে তাঁকে জোরপূর্বক কর্মকাণ্ডের অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছে। যে অভিযোগে তিনি আরও তিনজন অভিযুক্তর মুখোমুখি হয়েছিলেন। বিচারক ফ্রান্সিসকো ডি জর্জ ফার্নান্দেজ-প্রিয়েটো সিদ্ধান্ত নিয়েছেন যে চুম্বনটি সম্মতি ছাড়া ছিল এবং স্প্যানিশ আইন অনুযায়ী যা যৌন নিপীড়ন হিসেবে গণ্য। তবে এই ঘটনা কোনওভাবে প্রমাণ করা যায়নি যে রুবিয়ালেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাহার করে নেওয়া বা তাঁর বিরুদ্ধে মুখ না খোলার জন্য এরমোসোর উপর চাপ দেওয়া হয়েছিল। এই কারণেই রুবিয়ালেসের কারাদণ্ড হল না।

বিশ্বকাপ ফাইনালে আপত্তিকর আচরণ

এই বিতর্কিত ঘটনাটি ঘটে ২০২৩ সালের ২০ অগাস্ট। অস্ট্রেলিয়ার সিডনিতে স্পেনের বিশ্বকাপ জয়ের পর পদক বিতরণী অনুষ্ঠানে রুবিয়ালেস জোর করে এরমোসোর মাথা ধরে তাঁর মুখে চুম্বন করেন। যা বিশ্বব্যাপী সম্প্রচারিত হয় এবং ব্যাপক নিন্দা হয়। এই ঘটনা রুবিয়ালেসের তীব্র সমালোচনা এবং ক্রীড়া ও নেতৃত্বের ভূমিকায় যৌনতাবাদের বিষয়ে ব্যাপক আলোচনার সূত্রপাত করে। স্প্যানিশ আইন অনুযায়ী এই ধরনের সম্মতিহীন শারীরিক সংস্পর্শকে যৌন নিপীড়ন হিসেবে পরিগণিত হয়। যার ফলে রুবিয়ালেসের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়। আইনজীবী মার্তা দুরান্তেজ গিল আড়াই বছরের কারাদণ্ড চেয়েছিলেন। কিন্তু আদালত শেষ পর্যন্ত আর্থিক জরিমানা করেই রেহাই দিল।

কলঙ্কিত স্প্যানিশ ফুটবল

স্পেনের আদালতের এই রায়ের মাধ্যমে আইনি কার্যক্রমের অবসান ঘটল। যার ফলে রুবিয়ালেস জনগণের ব্যাপক চাপ এবং প্রাতিষ্ঠানিক চাপের মুখে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধানের পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। তাঁর কর্মকাণ্ডের জন্য ফিফা তাঁকে ফুটবল সংক্রান্ত সকল কার্যকলাপ থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে। যা ক্রীড়াঙ্গনে তাঁর খ্যাতিকে আরও কলঙ্কিত করেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রেফারির উদ্দেশ্যে অশালীন শব্দপ্রয়োগ করে লাল কার্ড, জুড বেলিংহ্যামের পাশেই কার্লো অ্যানসেলোত্তি

বাবা মারা গিয়েছেন, স্পেনকে প্রথমবার মহিলা বিশ্বকাপ জিতিয়ে জানতে পারলেন ওলগা কারমনা

ব্রিটিশ ক্লাবে আমন্ত্রণ, মহিলা বিশ্বকাপ ফাইনাল দেখলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?