সহজেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ, নাপোলি

প্রয়াত দিয়েগো মারাদোনার ক্লাব নাপোলি নিয়ে এখনও সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের আবেগ, উৎসাহ আছে। এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে মারাদোনার ক্লাব।

প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইতালির ক্লাব নাপোলি। এই ক্লাবের হয়েই খেলতেন প্রয়াত দিয়েগো মারাদোনা। তিনি নাপোলিকে সারা বিশ্বে জনপ্রিয় করে তোলেন। এবারের চ্যাম্পিয়ন্স লিগে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে নাপোলি। জার্মানির ক্লাব আইনট্রাকট ফ্র্যাঙ্কফুর্টকে ৩-০ উড়িয়ে দিল নাপোলি। দুই পর্ব মিলিয়ে ৫-০ জয় পেল মারাদোনার ক্লাব। এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইতালির ৩টি ক্লাব পৌঁছে গেল। ২০০৬ সালের পর এই প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোনও মরসুমের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইতালির ৩ ক্লাব। আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ইন্টার মিলান ও এসি মিলান। এবার নাপোলিও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। ফ্র্যাঙ্কফুর্টের বিরুদ্ধে দ্বিতীয় লেগে নাপোলির হয়ে জোড়া গোল করলেন নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমহেন। অপর গোলটি করেন পোল্যান্ডের মিডফিল্ডার পিয়োতোর জিয়েলিনস্কি। চলতি মরসুমে ২৩ গোল হয়ে গেল ওসিমহেনের। অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই স্ট্রাইকার।

অন্য ম্যাচে লিভারপুলকে ১-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ৭৮ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন ফ্রান্সের স্ট্রাইকার করিম বেঞ্জেমা। দুই পর্ব মিলিয়ে ৬-২ গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ। স্পেনের দলটিই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে সফল। এবারও চ্যাম্পিয়নের মতোই খেলছেন লুকা মদরিচ, টনি ক্রুজরা। লিভারপুলের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের রেকর্ড অসাধারণ। গত কয়েকবারের সাক্ষাৎকারে লিভারপুলকে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এবারও দুই পর্বেই জয় পেল স্পেনের বিখ্যাত ক্লাবটি। অ্যানফিল্ডে প্রথম লেগে ৫-২ জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর ঘরের মাঠ স্যান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগেও জয় পেলেন বেঞ্জেমারা। এর আগে মাত্র ৫ বার কোনও দল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ৩ গোলের ব্যবধানে হেরে যাওয়ার পর দ্বিতীয় লেগে সেই ব্যবধান মুছে ফেলে পরের পর্বে পৌঁছে যায়। লিভারপুল এবারও জয় পেল না। সহজ জয় পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিরুদ্ধে গত ৭ ম্যাচের মধ্যে ৬টিতেই জয় পেল রিয়াল। কোনও ম্যাচেই জয় পায়নি লিভারপুল। একটি ম্যাচ ড্র হয়েছে।

Latest Videos

এর আগে একবারই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে জয় পাওয়ার পর দ্বিতীয় লেগে হেরে গিয়ে ছিটকে যায় রিয়াল মাদ্রিদ। ২০১৯ সালে শেষ ১৬-র ম্যাচে আয়াখসের কাছে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এবার আর সেই অঘটন ঘটল না।

আরও পড়ুন-

লা লিগায় রেফারিং বিতর্ক অব্যাহত, অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ১-০ জয় বার্সেলোনার

সৌদি প্রো লিগে আল-ইত্তিহাদের কাছে হার, 'মেসি-মেসি' স্লোগান শুনতে হল রোনাল্ডোকে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে হার পিএসজি-র, মেসিকে নিয়ে ব্যঙ্গ সোশ্যাল মিডিয়ায়

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam