সংক্ষিপ্ত
স্পেনের রাজপরিবারের আশীর্বাদ থাকায় রিয়াল মাদ্রিদ সবসময় ফুটবল ফেডারেশন ও রেফারিদের সাহায্য পায় বলে অভিযোগ নতুন নয়। কিন্তু সম্প্রতি বার্সেলোনার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে।
রেফারিং কমিটির প্রাক্তন এক আধিকারিকের সংস্থাকে বিপুল অর্থ দেওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছে বার্সেলোনা। স্প্যানিশ ফুটবলে বার্সার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ জানিয়েছে, তারা বার্সার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পক্ষে। এরই মধ্যে ফের বিতর্কে জড়াল বার্সা। রবিবার লা লিগার ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ হারিয়ে দিল বার্সা। এই ম্যাচে প্রথমার্ধের শেষদিকে একমাত্র গোল করেন ব্রাজিলের তারকা রাফিনহা। ৮৭ মিনিটে গোল করে ফেলেছিলেন বিলবাওয়ের স্ট্রাইকার ইনাকি উইলিয়ামস। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে সেই গোল বাতিল করে দেন রেফারি। ভিডিওতে দেখা যায়, গোল করার আগে হ্যান্ডবল হয়েছিল। প্রথমে অফসাইডের জন্য রাফিনহার গোলও বাতিল করেন রেফারি। পরে অবশ্য ভিএআর-এর সাহায্য নিয়ে গোল দেন রেফারি। এই দু'টি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর ট্যুইট করে গোল বাতিল নিয়ে রেফারিকে ব্যঙ্গ করেছেন উইলিয়ামস।
যে গোল বাতিল নিয়ে এত বিতর্ক, সেই সিদ্ধান্ত নিতে রেফারির প্রায় ৩ মিনিট সময় নেন। রেফারি গোল বাতিল করার কথা জানাতেই স্যান ম্যামেজ স্টেডিয়ামের দর্শকরা ক্ষোভপ্রকাশ করেন। বিলবাওয়ের কোচ আর্নেস্টো ভ্যাালভার্দে বলেছেন, ‘আমরা রেফারির সিদ্ধান্তে হতাশ। মাঠে থাকা কেউই কিছু দেখতে পাননি। রেফারি, চতুর্থ রেফারি, সহকারী রেফারিরাও কিছু দেখতে পাননি।’
বার্সেলোনার কোচ জাভি অবশ্য রেফারির সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি ম্যাচের পর বলেছেন, ‘প্রথমে আমার মনে হয়েছিল, অফসাইড ছিল কি না সেটা হয়তো দেখছেন রেফারি। কিন্তু পরে আমি ভিডিও দেখি। আমার মনে হয়েছে, বিলবাওয়ের গোলের আগে হ্যান্ডবল হয়েছিল। সেই কারণেই গোল বাতিল করেন রেফারি।’
বিলবাওয়ের বিরুদ্ধে জয় পাওয়ার ফলে ২৫ বলে ৬৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেই থাকল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট পেয়েছে। ৯ পয়েন্ট এগিয়ে বার্সা। আগামী রবিবার ভারতীয় সময় অনুযায়ী রাত দেড়টায় ক্যাম্প ন্যু-তে শুরু হবে এল ক্লাসিকো। তার আগে রেফারিং নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে চাপ তৈরির চেষ্টা শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
জাভি অবশ্য বলেছেন, তাঁর দল মাঠের বাইরের ঘটনা নিয়ে ভাবছে না। তাঁরা শুধু খেলায় মন দিচ্ছে। বার্সা কোচ বলেছেন, ‘আমরা ফুটবল খেলা নিয়েই ভাবছি। অন্য কিছুতে মন দিচ্ছি না। লোকজন নির্দিষ্ট সময়ের আগেই নিজেদের মতামত জানাচ্ছে। এটা দুঃখজনক ঘটনা।’
আরও পড়ুন-
অস্ত্রোপচার সফল, মাঠে ফিরে আরও ভালো পারফরম্য়ান্স দেখাবেন, আশাবাদী নেইমার
সৌদি প্রো লিগে আল-ইত্তিহাদের কাছে হার, 'মেসি-মেসি' স্লোগান শুনতে হল রোনাল্ডোকে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে হার পিএসজি-র, মেসিকে নিয়ে ব্যঙ্গ সোশ্যাল মিডিয়ায়