এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কি জার্মানির ২ ক্লাবের লড়াই দেখা যাবে? সেমি-ফাইনালে প্রথম লেগের পর সেই সম্ভাবনা ভালোভাবেই রয়েছে।
ফুটবল মাঠে প্রচলিত প্রবাদ, একাধিকবার পোস্টে লেগে বল প্রতিহত হলে সংশ্লিষ্ট দলের পক্ষে জয় পাওয়া সম্ভব নয়। বুধবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সেমি-ফাইনালের প্রথম লেগে প্যারিস সাঁ জা-র ক্ষেত্রেও ঠিক সেটাই হল। পুরো দ্বিতীয়ার্ধে দাপট দেখানোর পরেও ০-১ হেরে গেল পিএসজি। ৩৬ মিনিটে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে একমাত্র গোল করেন নিকলাস ফুলক্রুগ। অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারল না পিএসজি। ৫১ মিনিটে পরপর ২ বার পোস্টে লেগে প্রতিহত হয় পিএসজি-র আক্রমণ। প্রথমে কিলিয়ান এমবাপের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর আশরফ হাকিমির শটও পোস্টে লেগে ফিরে আসে। এরপরেও একাধিক সহজ সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু গোল করতে ব্যর্থ হন এমবাপে, উসমানে ডেম্বেলেরা। ফলে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল বরুশিয়া।
ফাইনালে জার্মানির ২ দলের লড়াই?
মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের সঙ্গে ২-২ ড্র করেছে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় লেগে জয় পেলেই ফাইনালে পৌঁছে যাবে বায়ার্ন। সেই তুলনায় সুবিধাজনক জায়গায় বরুশিয়া। দ্বিতীয় লেগে ড্র করতে পারলেই ফাইনালে পৌঁছে যাবেন জেডন স্যাঞ্চো, এমরে চ্যানরা। সবকিছু ঠিকঠাক থাকলে ২ জুন ওয়েম্বলি স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলবে জার্মানির ২ দল।
ভালো পারফরম্যান্স দেখিয়েও হার পিএসজি-র
ঘরের মাঠে প্রথমার্ধে ভালো পারফরম্যান্স দেখায় বরুশিয়া। যদিও পিএসজি লড়াই করছিল, কিন্তু বরুশিয়ার আক্রমণই বেশি ছিল। তবে দ্বিতীয়ার্ধে পিএসজি-র নিরঙ্কুশ আধিপত্য ছিল। দ্বিতীয় লেগে ঘরের মাঠে জয়ের লক্ষ্যেই ঝাঁপাবেন এমবাপেরা। ফাইনালে যেতে হলে বরুশিয়াকে লড়াই করতে হবে। তবে জার্মানির দলটা লড়াইয়ের জন্য বিখ্যাত। সেটাই দ্বিতীয় লেগের আগে সমর্থকদের ভরসা দিচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
UEFA Champions League: ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল, বায়ার্নের সঙ্গে ড্র রিয়ালের
UEFA Champions League: রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগেই বার্সেলোনা ধ্বংস এমবাপের