UEFA Champions League: ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল, বায়ার্নের সঙ্গে ড্র রিয়ালের

Published : May 01, 2024, 02:33 AM ISTUpdated : May 01, 2024, 03:06 AM IST
Vinicius Junior

সংক্ষিপ্ত

ইউরোপের ক্লাব ফুটবলের দুই 'দুর্ধর্ষ দুশমন' রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতেও এই দুই দলের দুর্দান্ত লড়াই দেখা গেল।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের ম্যাচ বরাবরই উত্তেজক। মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে সেমি-ফাইনালের প্রথম লেগে দুর্দান্ত ম্যাচ দেখা গেল। অ্যাওয়ে ম্যাচে বায়ার্ন মিউনিখকে আটকে দিয়ে সুবিধাজনক জায়গায় থাকল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ফল হল ২-২। রিয়ালের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। বায়ার্নের হয়ে গোল করেন লিরয় সানে ও হ্যারি কেন। অ্যাওয়ে ম্যাচে জোড়া গোল করার পর এবার দ্বিতীয় লেগে ঘরের মাঠে ১-০ জয় পেলেই ফের ফাইনালে পৌঁছে যাবে রিয়াল। ঘরের মাঠে ভালো পারফরম্যান্স দেখানোর পরেও জয় না পাওয়ায় চাপে পড়ে গেল বায়ার্ন।

সুযোগ নষ্ট করে ড্র বায়ার্নের

এদিন ম্যাচের প্রথম ১৫ মিনিট বায়ার্নের নিরঙ্কুশ আধিপত্য ছিল। ম্যাচ শুরু হওয়ার ৪৫ সেকেন্ডের মধ্যে প্রথম গোল পেতে পারতেন সানে। কেনের থ্রু ধরে বক্সে ঢুকে শট নেন সানে। কিন্তু সেই শট সেভ করে দেন রিয়ালের গোলকিপার লুনিন। শুরুতে গুটিয়ে থাকার পর ২৪ মিনিটে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুজের থ্রু ধরে সহজেই গোল করেন ভিনিসিয়াস। এরপর প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়ালের দাপট দেখা গেলেও, কিছুক্ষণ পরেই ম্যাচের রং বদলে যায়। ৫৩ মিনিটে রাইট উইংয়ে বল পেয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপিয়ে দেন সানে। এরপর বক্সের মধ্যে জামাল মুসিয়ালাকে ফাউল করেন লুকাস ভাজকুয়েজ। ফলে পেনাল্টি পায় বায়ার্ন। গোল করেন কেন। এগিয়ে যাওয়ার পর গোলসংখ্যা বাড়ানোর চেষ্টা করছিল বায়ার্ন। কিন্তু একাধিক সুযোগ নষ্ট হয়। ৮২ মিনিটে বক্সের মধ্যে রডরিগোকে জড়িয়ে ধরে ফেলে দেন কিম মিন-জে। পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করে সমতা ফেরান ভিনিসিয়াস

সফল অ্যান্সেলোত্তির কৌশল

রিয়াল মাদ্রিদ ম্যানেজার কার্লো অ্যান্সেলোত্তির মস্তিষ্কের জন্যই এদিন শেষদিকে ম্যাচের রং বদলে যায়। দল পিছিয়ে আছে দেখে ৭৬ মিনিটে জুড বেলিংহ্যামের পরিবর্তে লুকা মডরিচকে মাঠে নামান অ্যান্সেলোত্তি। এই পরিবর্তনই রিয়ালকে ম্যাচে ফেরায়। পাল্টা বায়ার্ন ম্যানেজার টমাস তুচেলের কোনও কৌশল দেখা গেল না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

La Liga El Clasico: পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন, বার্সেলোনাকে হারিয়ে লা লিগা জয়ের পথে রিয়াল মাদ্রিদ

UEFA Champions League: রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগেই বার্সেলোনা ধ্বংস এমবাপের

Laliga Academy School: লা লিগার ধাঁচে খুদে ফুটবলারদের প্রশিক্ষণের উদ্যোগ ভবানীপুর এফসি-র

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?