ফের চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই, লিভারপুলকে ৫-২ উড়িয়ে হুঙ্কার বেঞ্জেমার

Published : Feb 22, 2023, 11:36 AM ISTUpdated : Feb 22, 2023, 11:40 AM IST
Karim Benzema

সংক্ষিপ্ত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। এই প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে স্পেনের বিখ্যাত ক্লাবটি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সফলতম দল রিয়াল মাদ্রিদ। এই প্রতিযোগিতায় বেশ ভালো পারফরম্যান্স লিভারপুলেরও। লড়াই করে দুরন্ত প্রত্যাবর্তন ঘটানোর জন্য বিখ্যাত লিভারপুল। কিন্তু এবার সেই লিভারপুলকেই তাদের ঘরের মাঠ অ্যানফিল্ডে অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। ১৪ মিনিটের মধ্যে ২-০ এগিয়ে যায় লিভারপুল। ৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন ডারউইন নুনেজ। ১৪ মিনিটে দ্বিতীয় গোল করেন মহম্মদ সালাহ। দু'গোলে এগিয়ে যাওয়ার পর বড় ব্য়বধানে জয়ের আশায় ছিল লিভারপুল। কিন্তু এরপরেই ম্যাচে ফিরল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধেই জোড়া গোল করে ম্যাচে সমতা ফেরান ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র। তিনি ২১ মিনিটে প্রথম গোল করে ব্যবধান কমান। এরপর ৩৬ মিনিটে ফের গোল করে সমতা ফেরান ভিনিসিয়াস। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ২-২। দ্বিতীয়ার্ধ শুরু হতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৪৭ মিনিটে গোল করেন এডার মিলিতাও। এরপর জোড়া গোল করেন করিম বেঞ্জেমা। ৫৫ ও ৬৭ মিনিটে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন ফরাসি স্ট্রাইকার।

এই জয়ের পর বেঞ্জেমা বলেছেন, ‘আমরা অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় দিয়েছি। আমরা গোল করতে পেরেছি। আমরা ফের চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। আমরা খুব ভালো ফুটবল খেলছি। এই ম্যাচ খেলে আমাদের যেমন ভালো লেগেছে তেমনই যাঁরা এই ম্যাচ দেখেছেন তাঁরাও আনন্দ পেয়েছেন।’

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সঙ্গে লিভারপুলের টক্কর বেশ পুরনো। বারবার এই দুই দলের লড়াই দেখা গিয়েছে। গতবার প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। এবারও শেষ ১৬ পর্যায়ের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে বড় ব্য়বধানে জয় পাওয়ার পর কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে এগিয়ে গেল রিয়াল।

১৯৬৬ সালে ১৯ বছর বয়সে আয়াখসের হয়ে অ্যানফিল্ডে লিভারপুলের বিরুদ্ধে জোড়া গোল করেন নেদারল্যান্ডসের কিংবদন্তি জোহান ক্রুয়েফ। এরপর মঙ্গলবার রাতে ২২ বছর বয়সি ভিনিসিয়াস দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে অ্যানফিল্ডে লিভারপুলের বিরুদ্ধে জোড়া গোল করার নজির গড়লেন ভিনিসিয়াস। রিয়ালের হয়ে গত কয়েক মরসুম ধরেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এবারও দলের প্রয়োজনের মুহূর্তে ঝলসে উঠল তাঁর পা। এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের প্রশংসা করে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যান্সেলোত্তি বলেছেন, ‘আমার মতে এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে নির্ণায়ক খেলোয়াড় ভিনিসিয়াস। ও সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিতে পারে। আশা করি ও ধারাবাহিকতা বজায় রাখতে পারবে।’

আরও পড়ুন-

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকানা পেতে আগ্রহী কাতার ইসলামিক ব্যাঙ্কের চেয়ারম্যান

জুনে কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ!

পিএসজি ছাড়া প্রায় নিশ্চিত, ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন লিওনেল মেসি

PREV
click me!

Recommended Stories

Messi in Kolkata: মেসির কলকাতা সফরের প্রদর্শনী ম্যাচ খেলিয়ে বিপত্তি! রেফারি এবং ম্যাচ কমিশনারদের শাস্তি
ন'য়ের দশকে লাল-হলুদ শিবিরের ভরসা ছিলেন, ইলিয়াস পাশার প্রয়াণে শোকাহত ময়দান