UEFA Euro 2024: প্রকাশিত ইউরো কাপের সূচি, এক গ্রুপে স্পেন, ক্রোয়েশিয়া, ইটালি

বিশ্বের অন্যতম কঠিন প্রতিযোগিতা ইউরো কাপ। ২০২৪ সালের ইউরো কাপের লড়াইও অত্যন্ত কঠিন হতে চলেছে। সবচেয়ে কঠিন গ্রুপে জায়গা পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইটালি।

২০২৪ সালের ইউরো কাপে 'গ্রুপ অফ ডেথ'-এ গতবারের চ্যাম্পিয়ন ইটালি। গ্রুপ বি-তে ইটালির সঙ্গেই আছে প্রাক্তন চ্যাম্পিয়ন স্পেন এবং গত কয়েক বছরে বিশ্বের অন্যতম শক্তিশালী দল ক্রোয়েশিয়া। এই গ্রুপের চতুর্থ দল আলবানিয়া। ২০২০ সালের ইউরো কাপের রানার্স ইংল্যান্ড সহজ গ্রুপেই জায়গা পেয়েছে। গ্রুপ সি-তে ইংল্যান্ডের সঙ্গে আছে স্লোভেনিয়া, সার্বিয়া ও ডেনমার্ক। গ্রুপ এ-তে আছে আয়োজক দেশ জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইৎজারল্যান্ড। গ্রুপ ডি, ই ও এফ-এর সব দল এখনও ঠিক হয়নি। গ্রুপ ডি-তে আছে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ফ্রান্স। যোগ্যতা অর্জন পর্ব থেকে একটি দল এই গ্রুপে জায়গা করে নেবে। গ্রুপ ই-তে আছে বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া। যোগ্যতা অর্জন পর্ব থেকে একটি দল এই গ্রুপে জায়গা পাবে। গ্রুপ এফ-এ আছে পর্তুগাল, তুরস্ক ও চেচিয়া। গ্রুপের চতুর্থ দল যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসবে।

১ মাস ধরে চলবে ইউরো কাপ

Latest Videos

২০২৪ সালের ইউরো কাপ শুরু হচ্ছে ১৪ জুন। প্রথম ম্যাচ হবে মিউনিখে। ১৪ জুলাই ফাইনাল হবে বার্লিনে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। ১৫ জুন বার্লিনে স্পেন-ক্রোয়েশিয়া লড়াই। একই দিনে ডর্টমুন্ডে আলবানিয়ার মুখোমুখি হবে ইটালি। ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ১৭ জুন ফ্রান্স-অস্ট্রিয়া ও বেলজিয়াম-স্লোভাকিয়া ম্যাচ। ১৮ জুন নিজেদের প্রথম ম্যাচে চেচিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। ২০ জুন স্পেন-ইটালি ও ইংল্যান্ড-ডেনমার্ক ম্যাচ। ২১ জুন নেদারল্যান্ডস-ফ্রান্স ম্যাচ। ২২ জুন তুরস্কের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। ২৪ জুন ক্রোয়েশিয়া-ইটালি ম্যাচ। 

রোনাল্ডোর শেষ ইউরো কাপ?

২০২২ সালে কাতার বিশ্বকাপে নক-আউটে কোনও ম্যাচেই প্রথম একাদশে সুযোগ পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে আগামী বছরের ইউরো কাপে তিনি ফের পর্তুগালের হয়ে খেলার সুযোগ পাবেন বলেই আশা করা হচ্ছে। এটাই রোনাল্ডোর শেষ ইউরো কাপ হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Premier League: উলভসকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

Manchester City: রাজি ম্যান সিটি, আগামী বছর শুরু হচ্ছে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগের শুনানি

Real Madrid: রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই জিনেদিন জিদানের সঙ্গে তুলনা! নতুন তারকা জুড বেলিংহ্যাম

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury