এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় যেরকম রদবদল হচ্ছে, সেটা খুব কমই দেখা যায়। বিশেষ করে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে।
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে উলভসকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল আর্সেনাল। ১৪ ম্যাচ খেলে গানার্সদের পয়েন্ট ৩৩। উলভসের বিরুদ্ধে সহজ জয়ই পেল আর্সেনাল। ম্যাচের শুরু থেকেই গানার্সদের দাপট ছিল। ৬ মিনিটে প্রথম গোল করেন বুকায়ো সাকা। ১৩ মিনিটে ব্যবধান বাড়ান মার্টিন ওডেগার্ড। ৮৬ মিনিটে উলভসের হয়ে ব্যবধান কমান ম্যাথিয়াস কুনহা। তবে এরপর আর কোনও ভুল করেনি আর্সেনালের রক্ষণ। ফলে ঘরের মাঠে জয় এল। লিগ টেবলের শীর্ষে পৌঁছে যাওয়ার পর এবার অবস্থান ধরে রাখার লক্ষ্যে গানার্সরা। অন্যদিকে, এই ম্যাচ হেরে ১৪ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১৩ নম্বরে উলভস।
বার্নলির বড় জয়
শনিবার শেফিল্ড ইউনাইটেডকে ৫-০ উড়িয়ে দিল বার্নলি। ম্যাচ শুরু হওয়ার পরেই গোল করেন জে রডরিগেজ। ২৯ মিনিটে ব্যবধান বাড়ান জ্যাকব ব্রান লারসেন। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ২-০। ৭৩ মিনিটে তৃতীয় গোল করেন জেকি আমদুনি। ২ মিনিটের মধ্যেই চতুর্থ গোল করেন লুকা কোলিওশো। ৮০ মিনিটে পঞ্চম গোল করেন জশ ব্রাউনহিল। এই জয়ের ফলে ১৪ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে থাকল বার্নলি। ১৪ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে শেফিল্ড ইউনাইটেড।
ব্রেন্টফোর্ডের সহজ জয়
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে লুটন টাউনকে ৩-১ গোলে উড়িয়ে দিল ব্রেন্টফোর্ড। এই ম্যাচে ৪টি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৪৯ মিনিটে প্রথম গোল করে ব্রেন্টফোর্ডকে এগিয়ে দিন নিল মপে। ৫৬ মিনিটে ব্যবধান বাড়ান বেন মি। ৭৬ মিনিটে লুটন টাউনের হয়ে ব্যবধান কমান জ্যাকব ব্রাউন। তবে ৮১ মিনিটে ব্রেন্টফোর্ডের হয়ে ব্যবধান বাড়ান শ্যানডন ব্যাপটিস্টে। এই জয়ের ফলে ১৪ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ব্রেন্টফোর্ড। ১৪ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে লুটন টাউন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Manchester City: রাজি ম্যান সিটি, আগামী বছর শুরু হচ্ছে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগের শুনানি
Real Madrid: রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই জিনেদিন জিদানের সঙ্গে তুলনা! নতুন তারকা জুড বেলিংহ্যাম
Manchester United: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় প্রায় নিশ্চিত, কবে ছন্দে ফিরবে ম্যান ইউ?