UEFA Euro 2024: শুরু হচ্ছে ইউরো কাপ, কীভাবে সরাসরি টেলিভিশন, মোবাইল ফোনে দেখা যাবে ম্যাচ?

Published : Jun 14, 2024, 02:48 PM ISTUpdated : Jun 14, 2024, 03:50 PM IST
Euro 2020, TV channels to Online streaming How to watch Euro Cup matches in India spb

সংক্ষিপ্ত

শুক্রবার রাতে শুরু হচ্ছে ইউরো কাপ। ১৪ জুলাই রাতে ফাইনাল। এবারের ইউরো কাপ হচ্ছে জার্মানিতে। উদ্বোধনী ম্যাচ হচ্ছে মিউনিখে। এক দশক পর বড়মাপের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে জার্মানি।

ভারতীয় দল এবারও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বেশিদূর এগোতে পারেনি। কিন্তু তাতে আন্তর্জাতিক ফুটবল নিয়ে ভারতীয়দের উৎসাহ বিন্দুমাত্র কমছে না। বাংলার ফুটবলপ্রেমীরা কয়েক দশক ধরে রাত জেগে বিশ্বকাপ, ইউরো কাপের মতো প্রতিযোগিতা দেখতে অভ্যস্ত। এবারের ইউরো কাপের ম্যাচ দেখার জন্যও রাত জাগতে তৈরি বাঙালি। গত কয়েক বছরে ফুটবল ম্যাচ দেখার ধরন বদলে গিয়েছে। এখন অনেকেই টেলিভিশনের বদলে মোবাইল ফোন বা ল্যাপটপে ম্যাচ দেখেন। ইউরো কাপেও এর ব্যতিক্রম হচ্ছে না। ফুটবল বিষয়ক বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই খোঁজ নিচ্ছেন, কোন অ্যাপে ইউরো কাপ দেখা যাবে। যে কোনও ম্যাচ শুরু হওয়ার আগে অনেকেই লাইভ স্ট্রিমিংয়ের লিঙ্কের সন্ধান করেন। এবারও সেটা দেখা যাবে বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।

ভারতে কীভাবে সরাসরি দেখা যাবে ইউরো কাপ?

এবারের ইউরো কাপ হচ্ছে জার্মানিতে। ২০০৬ সালে জার্মানিতে বিশ্বকাপ হয়েছিল। তার ১৮ বছর পর ফের বড়মাপের ফুটবল প্রতিযোগিতা হচ্ছে। ইউরো কাপের ম্যাচগুলি হবে মিউনিখ, ডর্টমুন্ড, কোলোন, স্টুটগার্ট, হামবুর্গ, লিপজিগ, ফ্র্যাঙ্কফুর্ট, গেলসেনকিরচেন ও ডুসেলডর্ফ শহরে। শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টায় প্রথম ম্যাচ। এরপর সন্ধে সাড়ে ৬টা, রাত সাড়ে ৯টাতেও হবে ম্যাচ। ভারতে টেলিভিশনে সরাসরি ইউরো কাপের ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ ইউরো কাপ?

পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয়তো এবারই শেষ ইউরো কাপ খেলছেন। রিয়াল মাদ্রিদে রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ টনি ক্রুস এবারের ইউরো কাপে খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন। ফলে এই দুই তারকার দিকে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর থাকছে। ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপের দিকেও আলাদা নজর থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

UEFA Euro 2024: কয়েক ঘণ্টা পরেই শুরু ইউরো কাপ, কতটা তৈরি আয়োজক জার্মানি?

UEFA EURO 2024 Exclusive: 'আমরা আশাবাদী ফের খেতাব জিতব,' বলছেন ইতালির বাঙালি ফুটবলপ্রেমী

Christian Eriksen: গতবারের দুঃস্বপ্ন অতীত, ফের ইউরো কাপে খেলছেন ক্রিশ্চিয়ান এরিকসেন

PREV
click me!

Recommended Stories

Messi in Kolkata: ঘিরে রাখা মেসিকে দেখতেই পেলেন না অনেকে? এত টাকা খরচ করে টিকিট! যুবভারতীতে বিশৃঙ্খলা
Messi in Kolkata: শুক্রবার মধ্যরাতে কলকাতায় পৌঁছলেন 'এলএম১০', শহর জুড়ে উত্তেজনা তুঙ্গে