সংক্ষিপ্ত

শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে শুরু হচ্ছে এবারের ইউরো কাপ। ২০২২ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারলেও, ইউরো কাপে লড়াই করতে তৈরি গতবারের চ্যাম্পিয়ন ইতালি।

ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে আর বাঙালি বিদেশে থাকলেও ফুটবল নিয়ে মাতামাতি করে। বিশেষ করে যে দেশগুলি ফুটবলে উন্নত, সেরকম কোনও দেশে থাকলে তো কথাই নেই। এরকমই একজন বাঙালি বিপ্লব দেবনাথ। এই বঙ্গসন্তান প্রায় আড়াই দশক ধরে ইতালির ট্রেভিসো প্রদেশের মন্টেবেলুনা শহরে আছেন। ইতালির নাগরিকত্ব পেয়ে গিয়েছেন অনেকদিন আগেই। স্ত্রী-মেয়েকে নিয়ে আছেন পেশায় ফুল ব্যবসায়ী বিপ্লব। তিনি যেমন ফুল ভালোবাসেন, তেমনই ফুটবলও ভালোবাসেন। ইতালিতে স্থানীয় বন্ধুদের সঙ্গে ফুটবল ম্যাচের সময় গলা ফাটান বিপ্লব। এবারের ইউরো কাপেও একসঙ্গে খেলা দেখার জন্য তৈরি হচ্ছেন তাঁরা।

ইউরো কাপ নিয়ে আশাবাদী ইতালি

এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিপ্লব জানালেন, 'এখানে সবাই ইউরো কাপ নিয়ে খুব আশাবাদী। এখানকার লোকজন সবসময় খুব উৎসাহী। ওরা কোনও সময়েই আশা ছাড়ে না। এবারও সবাই আশা করছে, ফের চ্যাম্পিয়ন হবে ইতালি। গতবার আমাদের শহর থেকে অনেকে ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপ ফাইনাল দেখতে গিয়েছিল। আমি বন্ধুদের সঙ্গে পানশালায় বসে ম্যাচ দেখেছিলাম। আমরা সাধারণত পানশালা, রেস্তোরাঁ বা কারও বাড়িতে বসে খেলা দেখি। এবার আমরা কঠিন গ্রুপে আছি। স্পেন, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লড়াই করতে হবে। তবে ইতালি ভালো খেলবে বলেই আমরা আশা করছি।'

ইতালিতে কেমন উপভোগ করেন ফুটবল?

বিপ্লব আরও জানালেন, 'কলকাতায় খেলা দেখার সময় যেমন উত্তেজনা দেখা যায়, এখানে তার চেয়েও বেশি উত্তেজনা দেখি। প্রিয় দল ভালো খেলতে না পারলে এখানকার ফুটবলপ্রেমীরাও প্রচণ্ড গালিগালাজ করে। আবার নিজেদের দল গোল করলে ওরাই আনন্দে লাফিয়ে ওঠে। আমি এখানকার বন্ধুদের বলি, তোমাদের দলের খেলা দেখার জন্য আমার দেশের লোকজন রাত জাগে। ওরা সে কথা শুনে খুশি হয়।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Euro Cup 2024: জ্যাক গ্রেলিশ থেকে হ্যারি ম্যাগুয়ের, ইউরোর দল থেকে বাদ একাধিক ইংল্যান্ড তারকা

Christian Eriksen: গতবারের দুঃস্বপ্ন অতীত, ফের ইউরো কাপে খেলছেন ক্রিশ্চিয়ান এরিকসেন

পাখির চোখ ইউরো, ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করলেন নেদারল্যান্ডস কোচ কোম্যান